Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Virendra Sehwag: এই‌ ৩ ভুলে সিরিজ হাতছাড়া হল ভারতের, জানালেন বীরেন্দ্র শেওয়াগ

ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টের চতুর্থ ইনিংসে জনি বেয়ারস্টো এবং জো রুটের জোড়া শতকের উপর নির্ভর করে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। গতকাল নির্ণায়ক ম্যাচে পরাজয়ের সাথে সাথে ২০২১…

Avatar

ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টের চতুর্থ ইনিংসে জনি বেয়ারস্টো এবং জো রুটের জোড়া শতকের উপর নির্ভর করে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। গতকাল নির্ণায়ক ম্যাচে পরাজয়ের সাথে সাথে ২০২১ সালে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের অমীমাংসিত সমাপ্তি ঘটেছে। অর্থাৎ ২-২ ব্যবধানে সিরিজ সমাপ্ত করেছে দুই দল।

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিলে দীর্ঘ ১৫ বছর পর আরও একবার ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়তে পারত ভারত। তবে সে আশা কার্যত গুড়ে-বালি। একাধিক ভুলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলিদের। এই পরাজয়ের পেছনে যে কারণ গুলো রয়েছে তার এক রকম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। তিনি মনে করছেন মূলত তিনটি প্রধান ভুলের কারণে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. ভারতের ব্যাটিং ব্যর্থতা: বীরেন্দ্র শেওবাগ বলেন, ভারতীয় ব্যাটিং লাইনআপে একাধিক তারকা ব্যাটসম্যান থাকার সত্ত্বেও ঋষভ পন্থ, চেতেশ্বর পুজারা এবং রবীন্দ্র জাদেজা ছাড়া সম্মানজনক স্কোর করতে পারেননি কেউ। এমনকি ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যা ভারতের পরাজয়ের অন্যতম প্রধান কারণ।

২. জনি বেয়ারস্টো এবং জো রুটের অনবদ্য জুটি: প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার মধ্যেও জনি বেয়ারস্টোর ১০৬ রানের ইনিংস এবং ম্যাচের চতুর্থ ইনিংসে জো রুটের ব্যক্তিগত পরাজিত ১৪২ রানের ইনিংস এবং জনি বেয়ারস্টো অপরাজিত ১১৪ রানের ইনিংস ভারতের পরাজয় নিশ্চিত করে দেয়।
Virendra Sehwag: এই‌ ৩ ভুলে সিরিজ হাতছাড়া হল ভারতের, জানালেন বীরেন্দ্র শেওয়াগ
৩. চতুর্থ ইনিংসে ভারতের বোলিং ব্যর্থতা: ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের বোলাররা রীতিমতো বিধ্বংসী বোলিং করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে দ্বিতীয় ইনিংসে ইংরেজ বাহিনী সামনে যেন দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের সামনে ৩৭৮ রানের বিশাল লক্ষ্য মাত্রা দাঁড় করাতে সক্ষম হলেও বোলিং ব্যর্থতা ভারতের ম্যাচ জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।

About Author