Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতের কোন কোন জেলা রেড, অরেঞ্জ, গ্রিন জোনে রয়েছে, দেখে নিন তালিকা

Updated :  Saturday, May 2, 2020 9:36 PM

ভারতে তৃতীয় দফার লকডাউন চলছে। গতকাল ফের লকডাউনের সময়সীমা আরও দু-সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত চলবে লকডাউন। করোনা সংক্রমণের জেরে পুরো দেশকেই ৩ টি জোনে ভাগ করা হয়েছে। রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকা অনুযায়ী দেশে ১৩০ টি রেড জোন, ২৮৪ টি অরেঞ্জ জোন, ৩১৯ টি গ্রিন জোন রয়েছে।

রেড জোনের অন্তর্গত কোন রাজ্যের কটা জেলা রয়েছে, দেখে নিন-

১) দিল্লির ১১ টি জেলা রয়েছে রেড জোনে।

২) উত্তরপ্রদেশের ১৯ টি জেলা রেড জোন।

৩) মহারাষ্ট্রের ১৪ টি জেলায় রেড জোন রয়েছে।

৪) তামিলনাড়ুর ১২ টি জেলা রেড জোনে।

৫) মধ্যপ্রদেশের ৮ টি জেলা।

৬) গুজরাটের ৯ টি জেলা রেড জোনে রয়েছে।

৭) পশ্চিমবঙ্গের ১০ টি জেলা রেড জোনে আছে।

অরেঞ্জ জোনে কোন কোন জেলা রয়েছে, দেখে নিন-

১) উত্তরপ্রদেশের ৩৬ টি জেলা।

২) মহারাষ্ট্রের ১৬ টি জেলা অরেঞ্জ জোনে।

৩) বিহারের ২০ টি জেলা অরেঞ্জ জোনে রয়েছে।

৪) রাজস্থানের ১৯ টি জেলা অরেঞ্জ জোন।

৫) তামিলনাড়ুর ২৪ টি জেলা।

৬) পাঞ্জাবের ১৫ টি জেলা অরেঞ্জ জোনে আছে।

৭) মধ্যপ্রদেশের ১৬ টি জেলা।

৮) পশ্চিমবঙ্গের ৫ টি জেলা অরেঞ্জ জোনের অন্তর্গত।

গ্রিন জোনের তালিকায় রয়েছে কোন জেলাগুলি, দেখে নিন –

১) সিকিমের সব জেলাই গ্রিন জোন।

২) অসমের ৩০ টি জেলা গ্রিন জোনে।

৩) অরুণাচল প্রদেশের ২৫ টি জেলা।

৪) ছত্রিশগড়ের ২৫ টি জেলা।

৫) মধ্যপ্রদেশের ২৪ টি জেলা গ্রিন জোনের অন্তর্গত।

৬) উত্তরপ্রদেশের ২০ টি জেলা সেফ জোনে।

৭) ওড়িশার ২১ টি জেলা গ্রিন জোনে।

৮) উত্তরাখণ্ডের ১০ টি জেলা।

৯) মহারাষ্ট্রের ৬ টি জেলা গ্রিন জোনে।

১০) পশ্চিমবঙ্গের ৮ই জেলা সেফ জোনে আছে।