লাদাখ এবং জম্মু-কাশ্মীর নিয়ে চিনকে সাফ বার্তা কেন্দ্রের

Advertisement

Advertisement

নয়াদিল্লি: লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা একদিকে যেমন অব্যাহত রয়েছে, সেই সময় জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা এটাই জানান দিচ্ছে যে, দুই দিক থেকেই ভারতকে নাস্তানাবুদ করতে চাইছে চিন এবং তার সঙ্গে হাতে হাত মিলিয়েছে পাকিস্তান। আর ঠিক এমন সময় লাদাখ এবং জম্মু কাশ্মীর নিয়ে চিনকে সাফ বার্তা দিল কেন্দ্র। লাদাখ ল, জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আছে এবং থাকবে৷ এভাবেই কড়া ভাষায় চিনকে বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার চিনের নেই বলেও সেই বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে৷

Advertisement

সম্প্রতি চিনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, লাদাখকে বেআইনিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে ভারত এবং তারা এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না৷ আর চিনের এই বিবৃতিকেই কার্যত নস্যাৎ করল বিদেশমন্ত্রক। এদিন লাদাখ এবং জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যাখ্যা করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমরা আশা করি অন্যান্য দেশ যেমন চায় ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, ঠিক একই ভাবে তারাও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবে৷’

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রক রাজনাথ সিং লাদাখ, অরুণাচল প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বেশ কিছু সেতুর উদ্বোধন করেন৷ ভবিষ্যতে ভারতীয় সেনাদের অনেক সাহায্য করবে এই সেতুগুলি, এমনটাই আশাবাদী কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।

Advertisement

Recent Posts