ইয়েদিপোরা : ইয়েদিপোরা গ্রামের পাট্টান এলাকায় এক জঙ্গিকে নিকেশ করার ঘটনায় ফের উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে উপত্যকায়। এদিন বারামুল্লা জেলার এক এনকাউন্টারে মারা গিয়েছে এক জঙ্গি। এমনকি দুপক্ষের লাগাতার গুলির লড়াইয়ে আহত হয়েছেন একজন স্পেশাল পুলিস অফিসার এবং এক সেনা আধিকারিক।
এদিন সকাল থেকেই ইয়েদিপোরা গ্রামের পাট্টান এলাকায় অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। আর ঠিক সেই সময়ই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আর এই ঘটনার পরে থেমে থাকেননি নিরাপত্তাবাহিনীরাও। দুপক্ষের নধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর দুপক্ষের এই গোলাগুলিতে নিহত হয় এক জঙ্গি। আর বাকি দুজন আহত অফিসার আর নাগরিককে ইতিমধ্যেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শ্রীনগর হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, তাদের অবস্থা শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
কিন্তু এতোকিছুর পরেও এখনো থামেনি গুলির লড়াই, নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই এখনও চলছে।এমনকি নিরাপত্তাবাহিনী একটি বাড়ির মধ্যে থাকা দুই জঙ্গিকেও ঘিরে ফেলেছে। আর সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে তপ্ত উপত্যকা।