Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শক্তিশালী হচ্ছে ভারত, শত্রু দমনের জন্য ৭২ হাজার আমেরিকান অ্যাসল্ট রাইফেল কিনছে দেশ

লাদাখ সীমান্তে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের বেশ কিছু দিন পর ক্রমে নিভছে যুদ্ধের আগুন। কিন্তু ভারতের তরফ থেকে কোনোরকম ঘাটতি রাখতে চাইছে না নয়াদিল্লি। ভারতীয় সেনাবাহিনীতে আরও ৭২ হাজার…

Avatar

লাদাখ সীমান্তে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের বেশ কিছু দিন পর ক্রমে নিভছে যুদ্ধের আগুন। কিন্তু ভারতের তরফ থেকে কোনোরকম ঘাটতি রাখতে চাইছে না নয়াদিল্লি। ভারতীয় সেনাবাহিনীতে আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। তবে প্রথম দফার ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যে হাতে পেলেও এবার দ্বিতীয় দফায় আরও ৭২ হাজার আমেরিকান অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জন্য।

সংবাদ সংস্থা এএনআইের তরফে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা হয়েছে এই রাইফেল দেওয়া হচ্ছে সেনাদের বিশেষ আর্থিক ক্ষমতাকে ব্যবহার করে। এই রাইফেলগুলি তুলে দেওয়া হয়েছে নর্দান কম্যান্ড সহ অারও বেশ কিছু জায়গায় কর্মরত সেনাবাহিনীর কাছে। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, ভারত তাঁর সেনাবাহিনীর জন্য আরও দেড় লক্ষ অত্যাধুনিক রাইফেল কিনতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এই রাইফেল সীমান্ত রক্ষা করার পাশাপাশি সন্ত্রাস দমনেও ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী। অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি ইনসাস রাইফেলগুলিকে বদলে এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে আমেরিকান অ্যাসল্ট রাইফেল। এছাড়াও ইজরায়েল থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য ১৬ হাজার লাইট মেশিন গান কেনার বরাত দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

About Author