Categories: দেশনিউজ

আগের তুলনায় বেড়েছে সুস্থতার হার, দেশে করোনায় সুস্থ প্রায় ৩৭ লক্ষের বেশি

Advertisement

Advertisement

গত ২৪ ঘন্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১০,৭২,৮৪৫ জনের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত বেড়ে হয়েছে প্রায় ৪৮ লক্ষ। এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার।

Advertisement

আগের সপ্তাহের প্রথমেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। আমেরিকা ও ব্রাজিলের থেকে বর্তমানে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। কিন্তু বিশ্বে সব থেকে বেশি সুস্থ মানুষের সংখ্যা ভারতে।

Advertisement

এখনও পর্যন্ত ভারতে সুস্থ হয়ে উঠেছেন, ৩৮,৫৯,৩৯৯ জন, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৯,২৯২ জন। ব্রাজিলের সুস্থ থয়েছেন ৩৭ লক্ষ ২৩ হাজারের বেশি। দেশে করোনায় সংক্রমণের সংখ্যা সাড়ে ৪৯ লক্ষ। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৯, ৯০, ০৬১ লক্ষেরও বেশি।

Advertisement

Recent Posts