একই মাসে দুটি পূর্ণিমা বিরল ঘটনা। ১ অক্টোবর এবং ৩১ অক্টোবর রয়েছে পূর্ণিমা। আকাশে পূর্ণ চন্দ্র দেখা গেলেও তার রঙ হবে নীল। আর এই দ্বিতীয় পূর্ণচন্দ্রের নাম দেওয়া হয়েছে ব্লু মুন বা নীল চাঁদ। ৩০ বছরে প্রথম বার সারা পৃথিবী জুড়ে মানুষ একসঙ্গে দেখতে পাবেন।
প্রতি ১৯ বছর অন্তর এই বিরল ঘটনা ঘটে থাকে। হিসেব মতোন এর আগে ২০০১ সালে এই দৃশ্য দেখা দিয়েছিলো, যার পরে এটি আবার দেখা যাবে এই বছর, আর পরেই ঘটনাটি ঘটবে ২০৩৯ সালে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর সমস্ত টাইম জোন থেকেই এই পূর্ণ চন্দ্রের দৃশ্য দেখা যাবে। তবে চাঁদের রঙ নীল হবে কিনা সেই নিয়ে অনেক মত আছে। এখন চাঁদের এই বিরল রূপ দেখার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন।