Categories: দেশনিউজ

মানচিত্রে ভুল! হু-এর কাছে নালিশ করল ভারত

Advertisement

Advertisement

মানচিত্রে ভুল নিয়ে WHO-এর কাছে নালিশ করল ভারত ((India)! বেশ কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে (Website) ভারতের ভুল মানচিত্র (Map) পোস্ট করা হয়েছিল। পরবর্তীকালে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবার ভারত সেই মানচিত্রের ভুল নিয়ে WHO-এর কাছে নালিশ করল। সম্প্রতি বিদেশমন্ত্রকের দাবি, চাপে পড়ে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে সংস্থাটি। সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, ওই মানচিত্রটি নিয়ে ওয়েবসাইটে ডিসক্লেমার দেবে WHO।

Advertisement

জানিয়ে দেবে, মানচিত্রে উল্লেখিত সীমান্তর সঙ্গে সহমত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন,” ওয়েবসাইটে দেশের ‘ভুল’ মানচিত্র প্রকাশ করার বিষয় সর্ব্বোচ্চ স্তরে প্রতিবাদ জানিয়েছে ভারত।

Advertisement

কেন্দ্রের তরফে চিঠিও দেওয়া হয়েছিল।” তিনি আরও জানিয়েছে, “প্রতিবাদ জানানোর পরই জেনেভার ইন্ডিয়া পার্মানেন্ট মিশনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ওয়েবসাইটে একটি ডিসক্লেমার দেবে তারা।” প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশের কোভিড পরিস্থিতি কীরকম, তা দেখাতে মানচিত্র ব্যবহার করে।তাদের ওয়েবসাইটে ব্যবহৃত ভারতের দুটি মানচিত্রে ভুল ধরা পড়ে।

Advertisement

Recent Posts