Categories: দেশনিউজ

দেশ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস, শহীদ জওয়ান সন্তোষ বাবুকে মরণোত্তর মহাবীর চক্র সম্মান

Advertisement

Advertisement

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার (Tuesday) দেশ জুড়ে পালিত হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। সকাল ৯টা ৫০ মিনিট থেকে রাজধানীর রাজপথে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) কুচকাওয়াজ শুরু হয়েছে। এরপরে রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করতে দেখা যাবে। রয়েছে কিছু সাংস্কৃতিক ট্যাবলো। এমনকি এবারের প্রজাতন্ত্র দিবসে ১২২ সদস্যের বাংলাদেশ (Bangladesh) সেনা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে (Delhi)। তবে এর মধ্যেও এক অনন্য রূপ লুকিয়ে রয়েছে। গানওয়ান সীমান্তে দেশমাতৃকাকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন জওয়ান সন্তোষ বাবু (Santosh Babu)। সেই প্রাণ বিসর্জনকে স্মরণ করে আজকের প্রজাতন্ত্র দিবসে মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত করা হবে এই শহীদ জওয়ানকে। তবে শুধু তিনি একাই নন, আরো ১৯ জন ভারতীয় সেনাকে এই একই সম্মানে সম্মানিত করা হবে।

Advertisement

চিনের হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে যেসব জওয়ানরা শহীদ হয়েছেন, তাঁদেরকে পরমবীর চক্র, মহাবীর চক্র ও বীর চক্র সম্মানে ভূষিত করা হবে। করোনা পরিস্থিতির সময়ে যখন লকডাউন প্রক্রিয়া প্রথম পর্যায়ে উঠেছিল, সেই সময়ে লাদাখের গানওয়ান সীমান্ত রক্তাক্ত হয়েছিল। চিনা অনুপ্রবেশকারীদের সীমান্তে ঢোকা থেকে আটকাতে গিয়ে শহীদ হয়েছিলেন কয়েকজন জওয়ান। আর তাই আজকে প্রজাতন্ত্র দিবসে তাঁদের স্মরণ করে এই মরণোত্তর পুরস্কার উৎসর্গ করা হবে।

Advertisement

লাল ফৌজের মোকাবিলা করতে গিয়ে যে সকল জওয়ানরা শহীদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই লাদাখের পোস্ট ১২০-তে ‘গ্যালেন্ট অফ গানওয়ান’ নামে সৌধ বানিয়েছে ভারতীয় সেনা। আর এবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে এ হেন উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

Recent Posts