দেশনিউজ

বিধ্বংসী SMART-এর সফল পরীক্ষা সেরে ফেলল ভারত, শক্তি বাড়ল ভারতীয় সেনার

Advertisement
Advertisement

লাদাখ: যত দিন যাচ্ছে লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা বেড়ে চলেছে। আর সেই উত্তেজনার মধ্যেই একের পর এক চমক ডিআরডিও-র। পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের পরীক্ষার পর এবার SMART-এর সফল উড়ান পরীক্ষা সেরে ফেলল ভারত। শত্রুর ডুবোজাহাজ ধ্বংস করতে এই SMART-ই হবে ভারতের ‘গেম চেঞ্জার’। যার ফলে নিমেষের মধ্যে উড়িয়ে দেওয়া যাবে শত্রুঘাঁটি। এমনটাই ভারতীয় সেনার তরফ থেকে দাবি করা হয়েছে। এই সংযুক্তিকরণের ফলে ভারতীয় সেনার শক্তি আরও একধাপ বেড়ে গেল, এমনটাই মনে করছে দেশের কূটনৈতিক মহল।

Advertisement
Advertisement

ভারতের এই অস্ত্রের পুরো নাম সুপারসনিক মিসাইল অ্যাসিসটেড রিলিজ অব টর্পেডো। এক কথায় SMART। সোমবার পৌনে বারোটা নাগাদ এটিকে ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে উতক্ষেপণ করা হয়। SMART হল, মিসাইলের সাহায্যে উতক্ষেপণ করা একটি টর্পেডো। একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এটি তার গতি কম করে লক্ষ্যবস্তুর দিকে টর্পোডোটিকে নিক্ষেপ করে। ডিআরডিও-র দাবি ডুবোজাহাজ বিরোধী লড়াইয়ে এই টর্পেডোই হবে ভারতের ‘গেম চেঞ্জার’।

Advertisement

টুইটের মাধ্যমে এই মিসাইলকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইট করে তিনি লেখেন, ‘শব্দের থেকে গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সাহায্যে টর্পেডো পরীক্ষা করেছে ডিআরডিও। এর জন্য অভিনন্দন জানাই। ডুবোজাহাজ বিরোধী যুদ্ধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।’ যেভাবে চিনা সেনারা ভারতীয় সেনার ওপর চাপ সৃষ্টি করছে, তাতে এই মিসাইলের সংযুক্তিকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button