Categories: দেশনিউজ

লকডাউন ৪.০: দেশের ৩০ টি করোনা হটস্পট কোনগুলি দেখে নিন

Advertisement

Advertisement

আজ শেষ হচ্ছে লকডাউনের তৃতীয় দফা। কাল থেকেই শুরু হবে লকডাউন ৪.০। দেশের ৩০ টি শহরের পুরএলাকা রয়েছে, যেখানে চতুর্থ দফার লকডাউনেও বিশেষ নিষেধাজ্ঞা বজায় থাকবে। এই শহরগুলির মধ্যে এখনও অনেক কনটেনমেন্ট এলাকা রয়েছে এবং রেড জোন ও আছে। এই এলাকাগুলিতে ক্রমেই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। দেশের ৮০ % করোনা আক্রান্তের সংখ্যা এই ৩০ টি শহরের মধ্যে দিয়ে পাওয়া গেছে। যার মধ্যে দেশের মেট্রো শহর মুম্বাই, দিল্লি ও কলকাতা রয়েছে।

Advertisement

এই এলাকাগুলিতে লকডাউন ৪.০ -তে বিশেষ কড়াকড়ি থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে। সেই ৩০ টি পুর এলাকা কোনগুলি, দেখে নিন –

Advertisement

১) মহারাষ্ট্র : বৃহন্মুম্বই, থানে, পুণে, সোলাপুর, নাসিক, ঔরঙ্গাবাদ এবং পালঘর।

Advertisement

২) তামিলনাড়ু : গ্রেটার চেন্নাই, তিরুভাল্লুর, কুদ্দালোর, চেঙ্গালপাট্টু, আরিয়ালুর এবং ভিল্লুপুরম।

৩) গুজরাত : আমদাবাদ. সুরাত এবং ভদোদরা।

৪) রাজস্থান : জয়পুর, যোধপুর এবং উদয়পুর।

৫) পশ্চিমবঙ্গ : কলকাতা এবং হাওড়া।

৬) মধ্যপ্রদেশ : ইন্দোর এবং ভোপাল।

৭)  উত্তরপ্রদেশ : আগ্রা এবং মীরাট।

৮) তেলাঙ্গানা : গ্রেটার হায়দরাবাদ।

৯) অন্ধ্রপ্রদেশ : কুর্নুল।

১০) পঞ্জাব : অমৃতসর।

১১) ওড়িশা : বরহমপুর।

১২) দিল্লি।

Recent Posts