Winter Skin Care: শীতকালে ত্বক থাকবে নরম তুলতুলে, স্নানের আগে মাখুন এই উপাদান

Advertisement

Advertisement

শীতের মরশুমে প্রত্যেকের ত্বক হয়ে পড়ে রুক্ষ ও নিস্তেজ। শীতকালে সকলের ত্বক পুরোপুরি আর্দ্র থাকে না। এর ফলে ত্বকের নানান সমস্যা হতে থাকে। পুরনো জেল্লা হারাতে থাকে। এই সমউ হিটার, ব্লোয়ার, গরম জল, রোদ— এ সমস্ত কিছুই ত্বকের ঔজ্জ্বল্য কেড়ে নেয়। তাই শীতের মরশুমে ত্বকের বিশেষ যত্ন নিতে হয় আট থেকে আশি সকলের। এখানে কিছু সহজ উপায় জানানো রইল, যার সাহায্যে ত্বক থাকবে স্বাস্থ্যকর ও উজ্জ্বল হ্নে।

Advertisement

স্নানের জলের সঙ্গে সামান্য একটু ছোট্ট জিনিসটি মিশিয়ে গায়ে সেই জল ঢালতে পারেন। আর তারপরে সেই জল দিয়ে সারা গা ভালো করে ম্যাসাজ করলে ত্বকের সমস্ত কালো দাগ, ত্বকের ওপরে থাকা নানান ময়লা, ত্বকের ওপরে থাকা মরাকোষ একেবারে দূর হয়ে যাবে। কি ভাবছেন উপাদানেত নাম কি? এই অসাধারণ উপাদানটি হলো লেবুর রস। এই লেবুর রসকে আপনি যদি স্নানের জলের মধ্যে বেশ দু তিন চামচ ফেলে আর সেই স্নানের জলকে যদি সারা গায়ে ভালো করে ঘষে ঘষে লাগাতে পারেন, আর এটা যদি গোটা শীতকাল জুড়ে আপনাকে নিজের ত্বকের জন্য দামী কোনো প্রসাধনের প্রয়োজন হবেনা।

Advertisement

শুধু স্নান করার পর না সামান্য একটু নারকেল তেল লাগিয়ে নিলেই একেবারে মুশকিল আসান। কারণ আমরা অনেক সময় কাজের ব্যস্ততায় ফেসপ্যাক বা বডি প্যাক লাগানোর সময় পাইনা। আর সেইসময় আমরা আপনি অনায়াসে এই নারকেল তেল ব্যবহার করতে পারবো।

Advertisement

আর যারা পারফিউম লাগাতে পারেন না, সেই পারফিউম লাগালে ত্বকে অসম্ভব র‍্যাশ বেরিয়ে যায়৷ আবার অনেকে পারফিউমের গন্ধ সহ্য করতে পারেন না, তাদের জন্য একটি অসাধারন একটি টিপস হল পাতিলেবুর রস আর সাথে যদি একটু গন্ধরাজ লেবুর কয়েক ফোটা দিয়ে দিতে পারেন তাহলে আপনার গায়ের দুর্গন্ধ দূর হয়ে যাবে।

শীতকালে অনেক সময় বাথরুমে ঢুকে ঠান্ডা লাগার ভয়ে গায়ে সাবান মাখতে অনেকেই চান না, তাছাড়া কেমিক্যাল সাবান ত্বকের জন্য ভীষণ ক্ষতিকারক হয়েছে। তাই অনায়াসে লেবু লাগাতে পারেন, আপনার গা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে এবং ত্বক অনেক বেশি সুন্দর থাকবে। এইভাবে শীতকালে মাত্র একটি উপাদান দিয়ে আপনি আপনার ত্বক অনেক বেশি সুন্দর করে তুলতে পারেন।