Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সংসারে অশান্তি কমিয়ে সৌভাগ্য আনুন এই উপায়ে

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ঘর সাজানোর জন্য অনেকেই বাস্তুকারের পরামর্শ নেয়। ঘরের কোথায় কি রাখা হবে সে বিষয়ে বাস্তুবিদদের পরামর্শ অনেকেই নিয়ে থাকে। কিন্তু শুধুমাত্র ভালো করে…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ঘর সাজানোর জন্য অনেকেই বাস্তুকারের পরামর্শ নেয়। ঘরের কোথায় কি রাখা হবে সে বিষয়ে বাস্তুবিদদের পরামর্শ অনেকেই নিয়ে থাকে। কিন্তু শুধুমাত্র ভালো করে ঘর সাজালেই ঘরের সুখ শান্তি থাকে এমনটা কিন্তু নয়। আর এই জন্যেই ঘর সাজানোর সময় বেশি নজর দেওয়া উচিত ঘরে কোন জিনিস রাখা হবে আর কোন জিনিসটা রাখা হবে না। জেনে নিন ঘরে সুখ শান্তি বজায় রাখতে কি কি করবেন-

১) ঘরে আমরা অনেকেই বিভিন্ন ধরণের গাছ লাগিয়ে থাকি। এতে ঘরের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। কিন্তু খেয়াল রাখবেন, গাছ শুকিয়ে গেলে কিন্তু কখনোই তাকে রাখা উচিত না। মরা গাছ রাখা বিপজ্জনক। মরা গাছ সংসারে দুর্ভাগ্য বয়ে আনে। তাই গাছ মরে গেলে সেটা ফেলে দিয়ে নতুন গাছ লাগান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) আজকাল বেশিরভাগ বাড়িতেই শৌচাগারে কমোড থাকে। খেয়াল রাখবেন কমোডের ঢাকনা যেন কখনোই খোলা না থাকে। স্বাস্থ্যের জন্য তো বটেই, বাস্তুকারদের মতে এমনটা করলে বাড়ির পজিটিভ এনার্জি বেরিয়ে যায়।

৩) বাড়িতে ঢোকার মূল দরজা এবং তার আশপাশটা সবসময় পরিষ্কার রাখুন। ঘরদোর সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জিনিসপত্র যত্রতত্র ছড়িয়ে রাখা যেমন দৃষ্টিকটু, তেমনই এতে নেগেটিভ এনার্জি বাসা বাঁধে। তাই যতটা সম্ভব গুছিয়ে, পরিষ্কার করে রাখুন।

8) খারাপ হয়ে যাওয়া টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অথবা এসি কখনোই বাড়িতে রাখবেন না। এতে করে পরিবারে নেগেটিভ এনার্জি বাড়ে।

About Author