মাসে ১ লক্ষ টাকা আয় করতে চান, জেনে নিন এই ব্যবসার পদ্ধতি

Advertisement

Advertisement

দীর্ঘদিন লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। টাকাপয়সা নেই মানুষের হাতে। দেশের কয়েক কোটি মানুষের অবস্থা খুব শোচনীয়। তাদের সামান্য খাবারের ও পয়সা জুটছে না। সম্পূর্ণ আয় বন্ধ রয়েছে। দীর্ঘদিন অনাহারে থাকার ফলে কার্যত মরতে বসেছে গরিব মানুষগুলো। কেউ কেউ কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন। কেউ কাজ পাচ্ছেন। কেউ আবার কাজ পাচ্ছেন না। এবার ঘরে বসে একটি সহজ ব্যবসায় আপনি বাড়িতে বসে লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।

Advertisement

ভারত এখন মধু উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম ৫টি দেশের তালিকায় ঢুকে পড়েছে৷ ২০০৫-০৬-এর তুলনায় বর্তমানে ভারতের মধু উত্‍পাদন বেড়েছে ২৪১ শতাংশ। কয়েকদিন আগে কেন্দ্র মৌমাছি পালনে ৫০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। বর্তমান পরিস্থিতিতে ব্যবসা শুরু করার একদম মোক্ষম সময়। এতে লাভবান হবেন আপনি।

Advertisement

আপনি মধু প্রসেসিং প্ল্যান্ট করতে পারেন ৷ সরকারই আপনাকে সাহায্য করবে। খাদি গ্রাম উদ্যোগ আয়োগ থেকে আপনাকে আর্থিক সাহায্য করা হবে। ৬৫ শতাংশ ঋণ পাওয়া যাবে৷ ২৫ শতাংশ আপনি সরকারি ভর্তুকি পাবেন। আপনাকে মূলধনের জন্য আর মাত্র ১০ শতাংশ টাকা জোগাড় করতে হবে। ২০ হাজার কিলোগ্রাম মধু উত্‍পাদন করার প্ল্যান্ট কিনতে খরচ পড়বে ১৪ লক্ষ টাকা ৷ এর মধ্যে থেকে ১৬ লক্ষ টাকা সরকারি ঋণ পাবেন আপনি। প্রায় ৭ লক্ষ টাকা ভর্তুকি পাবেন আর আপনার খরচ মাত্র ২ লক্ষ টাকা। আর আপনি প্রতি কিলো মধু ২৫০ টাকা করে বিক্রি করলে ২০ কেজি মধুর বিক্রয় মূল্য হবে প্রায় ৪৮ লক্ষ টাকা। ব্যাঙ্কের লোন-সহ যাবতীয় খরচ ওই প্রায় ৩৫ লক্ষ টাকা। তাহলে বছরে আপনার আয় হচ্ছে ১৩ লক্ষ টাকা৷ অর্থাত্‍ প্রতি মাসে আপনার আয় ১ লক্ষ টাকা৷

Advertisement

Tags: Business

Recent Posts