এনকাউন্টারে খতম হায়দ্রাবাদ কান্ডের ৪ অভিযুক্ত, পুলিশের দাবি পালানোর চেষ্টা করেছিল তারা

Advertisement

Advertisement

হায়দ্রাবাদের তরুণী পশু চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টারে হত্যা করা হলো ৪ অভিযুক্তকে। পুলিশের দাবি, তদন্তের প্রয়োজনে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তদের। সেখানেই ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে তারা। সেই সময় হায়দ্রাবাদ পুলিশের গুলিতে মৃত্যু হয় তাদের। শুক্রবার ভোর সাড়ে ৩ টা নাগাদ সামসাবাদের নিকট ৪৪ জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।

Advertisement

প্রসঙ্গত, ২৭ নভেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার সময় হায়দ্রাবাদের থেকে কিছুটা দূরে সামসাবাদ টোলপ্লাজার কাছে স্কুটির চাকা নষ্ট হয়ে যায় ওই তরুণী চিকিৎসকের। সেই সময় সাহায্য করতে এগিয়ে আসে অভিযুক্ত দুই যুবক। পরে টোলপ্লাজার কাছে আরও দুই যুবক যোগ দেয় তাদের সঙ্গে। সাহায্যের আছিলায় জনশূন্য এলাকায় নিয়ে গিয়ে ওই ৪ জন ধর্ষণ করে তরুনীকে। পরে প্রমাণ লোপাট করতে একটি ব্রিজের নীচে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় যুবতীর শরীর। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন ও চিন্তাকুন্টা চেন্নাকেশাভুলু নামে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

Recent Posts