Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: ক্লাসরুমে শিক্ষিকার সাথে রোমান্টিক গানে নাচলেন স্কুলছাত্র, দেখে অবাক নেটদুনিয়া

স্কুলের শেষ দিনটা সকলের কাছেই তাদের মনের খুব কাছের হয়। সেইদিন তারা স্কুলে গিয়ে প্রাণভরে বেঁচে নিতে চায় ঐ মুহূর্তগুলো, যাতে সারা জীবন স্মৃতির পাতায় থেকে যায় এই দিনটা। স্কুলে…

Avatar

By

স্কুলের শেষ দিনটা সকলের কাছেই তাদের মনের খুব কাছের হয়। সেইদিন তারা স্কুলে গিয়ে প্রাণভরে বেঁচে নিতে চায় ঐ মুহূর্তগুলো, যাতে সারা জীবন স্মৃতির পাতায় থেকে যায় এই দিনটা। স্কুলে আমাদের সকলেরই একজন প্রিয় শিক্ষক কিংবা শিক্ষিকা ছিল, যা খুবই স্বাভাবিক। ওনাদের কথা আমরা কখনও অমান্য করতাম না। অন্য কারোর কথা না শুনলেও, তার কথা ঠিকই শুনতাম। স্কুলের শেষ দিনটা তার সাথে একবার দেখা করে সকলের পাশাপাশি তাকে প্রণাম করাটা মাস্ট। তবে সম্প্রতি এক ভাইরাল হওয়া ভিডিওতে একটি ছাত্র স্কুলের বিদায়ী অনুষ্ঠানে তার প্রিয় শিক্ষিকার সাথে চটুল নাচে মেতেছে, যা একেবারেই পছন্দ হয়নি নেটনাগরিকদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের বিদায়ী অনুষ্ঠানে নিজের প্রিয় শিক্ষিকার সাথে ঐ স্কুলছাত্র বলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘আশিকি ২’-এর জনপ্রিয় হিন্দি গান ‘তুম হি হো’-তে রীতিমতো বল ডান্স করছেন। আর শেষদিনে ছাত্রের মন রাখার জন্য শিক্ষিকাও সেই সময়টা উপভোগ করলেন পুরোপুরি। এই দৃশ্য দেখে ঐ মুহূর্তে ঐখানে উপস্থিত ছাত্রটির সকল বন্ধুরা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। কারণ তাদের বন্ধু এমন দুঃসাহসিক একটা কাজ করে ফেলেছে, যা হয়তো কারোর সাহসেই কুলোয় না বেশিরভাগ সময়। তাদের মধ্যে কেউ একজন সেই মুহূর্ত ঐ দৃশ্যের ভিডিও বানিয়ে ছোট একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তা শেয়ার করে দেন। বলাই বাহুল্য যা এখন নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছে।

তবে এই ভিডিওটি একেবারেই ভাল চোখে নেননি নেটিজেনদের একাংশ। তরুণ প্রজন্মের বেশকিছু জনের এই ভিডিও মনে ধরলেও এই ভিডিও যারা যারা দেখেছেন তাদের অধিকাংশই বলেছেন একজন শিক্ষিকা হিসেবে এমন আচরণ করা তার একেবারেই উচিৎ হয়নি। তাদের দেখেই ছাত্র-ছাত্রীরা শিক্ষা পায়। তারাই যদি এমন ঘটনা ঘটান তাহলে ছোটরা তাদের কাছ থেকে কি শিখবে! স্কুল কর্তৃপক্ষের নজরে এই ভিডিও এসেছে কিনা তা অবশ্য জানা নেই। যদি নজরে এসে থাকে তাহলে তারা অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। তবে এই ভিডিও প্রায় অধিকাংশ নেটিজেনই ভালো চোখে নেননি, তা বলাই বাহুল্য।

About Author