ইতিহাসে প্রথম ডবল সুপার ওভার, এই ক্রিকেটারের জন্য নাটকীয় জয় পেল পাঞ্জাব

Advertisement

Advertisement

আইপিএলের ইতিহাসে প্রথমবার ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারও টাই হল। নাটকীয় এই ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কিংস ইলেভেন পঞ্জাব। আর এই জয়ের ফলে টিকে রইল কিংস ইলেভেন পাঞ্জাবের প্লে অফে যাওয়ার আশাও। তবে ম্যাচ হারায় দিল্লি ক্যাপিটালস কে সরিয়ে লীগ টেবিলে শীর্ষস্থানে ওঠা হলনা মুম্বইয়ের।

Advertisement

এদিন পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বই প্রথম ব্যাট করে সংগ্রহ ১৭৬/৬। ৪৩ বলে ৫৩ রান করেন কুইন্টন ডি’কক। শেষদিকে ১২ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন কায়রন পোলার্ড। ১২ বলে অপরাজিত ২৪ রান করেন নাথান কুল্টার নাইল। মহম্মদ শামি ও অর্শ্বদীপ সিংহ দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬/৬ স্কোরেই আটকে যায় পঞ্জাব। কে এল রাহুল তাদের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৭৭ রান করেন। শেষ ৬ বলে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। পাঞ্জাব ৮ রান করতে সক্ষম হয়। ফলে এই ম্যাচের ফলাফল গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে মুম্বইয়ের হয়ে বল করেন যশপ্রীত বুমরা। তাঁর ওভারে মাত্র ৫ রান তুলতে সক্ষম হয় পঞ্জাব। তার মধ্যেই নির্ধারিত দুই উইকেট হারিয়ে বসে। কিন্তু নাটকের তখনও বাকি। সহজ লক্ষ্য মনে হলেও, মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ে আটকে যায় মুম্বই। এক উইকেট খুইয়ে ৫ রানের বেশি তুলতে পারেননি রোহিত শর্মারা। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মতো, ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

Advertisement

দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে ক্রিস জর্ডানের বলে মুম্বই তোলে ১১/১। জবাবে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের প্রথম বলেই ছক্কা মারেন ক্রিস গেইল। শেষ পর্যন্ত চতুর্থ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। বাউন্ডারি মেরে দলকে জেতান মায়াঙ্ক আগরওয়াল। দ্বিতীয় সুপার ওভারে ট্রেন্ট  বোল্ট  আর চাপ ধরে রাখতে পারেনি। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৬ নম্বরে উঠে এল রাহুলরা। এদিন ভাল ব্যাটিং করে ম্যাচের সেরাও হন রাহুল।

Advertisement