Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৪ টি রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, কী হতে চলেছে বাংলায়? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট

আবারো নতুন করে আবহাওয়া পরিবর্তন হতে পারে ভারতে। পশ্চিম হিমালয় অঞ্চল কে প্রভাবিত করে এবারে ভারতে প্রবেশ করতে পারে একটি পশ্চিমী ঝঞ্জা এবং যার প্রভাবে আজ ৯ই ফেব্রুয়ারি থেকে জম্মু-কাশ্মীর,…

Avatar

আবারো নতুন করে আবহাওয়া পরিবর্তন হতে পারে ভারতে। পশ্চিম হিমালয় অঞ্চল কে প্রভাবিত করে এবারে ভারতে প্রবেশ করতে পারে একটি পশ্চিমী ঝঞ্জা এবং যার প্রভাবে আজ ৯ই ফেব্রুয়ারি থেকে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে হালকা বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডির সতর্কতা বার্তা অনুযায়ী, সারাদেশে আবহাওয়ার ধরনের পরিবর্তন হতে পারে। একদিকে উত্তর ভারতের তীব্র গ্রীষ্মের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আবার অন্যদিকে দক্ষিণের বিভিন্ন রাজ্যে বৃষ্টি অব্যাহত এখনো পর্যন্ত। আপাতত পাহাড়ি অঞ্চলসহ দক্ষিণের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

ইতিমধ্যেই ১২ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে উত্তর প্রদেশ। ফেব্রুয়ারিতে এবার সব থেকে উষ্ণ রয়েছে এখানকার তাপমাত্রা এবং বেশ কিছু জায়গায় তাপমাত্রা রীতি মধ্যে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। এর ফলে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন আসতে পারে। অন্যদিকে আবারও সক্রিয় হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। রাজস্থান গুজরাটে ঠান্ডার প্রভাব পড়তে পারে। হালকা এবং গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যেতে পারে বেশ কিছু জায়গায়। অন্যদিকে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু-কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে কেরালা কর্ণাটক তামিলনাড়ু এবং দক্ষিণের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত এখনো পর্যন্ত। দিল্লিতে প্রবল বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিছুটা হলেও পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেড়ে ৯.৭ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে রাজধানীতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি আকাশে কালো মেঘ দেখা যেতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে এখনই আবহাওয়ার এতটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

About Author