ঠিক এমনই একটি মুহূর্ত গতকাল ক্যামেরাবন্দী করলেন সকলের প্রিয় নন্দা তথা অভিনেত্রী কৌশাম্বী। আর সেই ভিডিও মিঠাইয়ের ফ্যানপেজে প্রকাশ্যে এল। যেখানে দেখা যাচ্ছে মিঠাইয়ের মেকআপ চলছে আর মেকআপ করতে ব্যস্ত সৌমিতৃষা। হেয়ার ড্রেসার অভিনেত্রীর চুল সেট করছে। আর নিজের মনে দাঁত বার করে নানারকম অঙ্গভঙ্গি করছে সৌমিতৃষা। ক্যামেরার ওপার থেকে কৌশাম্বী প্রশ্ন করেন,’কী করবি তুই দাঁত দিয়ে?’ মিঠাই তখন জবাব দেয়- ‘রেগে গেলেই আমি কামড়ে দেব কিন্তু’। সত্যি সত্যি অভিনেত্রী কামড়ায়নি। পুরোটাই কৌশাম্বীকে মজা করে এই কথা বললেন অভিনেত্রী। মিঠাই-এর ফ্যান পেজগুলোর দৌলতে এখন সৌমিতৃষার এই কাণ্ড রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। মিঠাইয়ের এরুপ কান্ড দেখে সকলেই মজা পেয়েছেন।
Soumitrisha Kundu : ‘কামড়ে দেব আমি’, মেক-আপ রুমে কাকে কামড়ানোর হুমকি দিলেন ‘মিঠাই’ রানী ? রইল ভিডিও
এই বছরের মতো দুর্গাপুজো শেষ! তেমনই পুজোর ছুটি শেষ৷ পুজোর ছুটি শেষ হতেই ফের সচল টলিপাড়া। আবার শ্যুটিং ফ্লোরে নিজেদের কাজেদের জায়গায় ফিরে এসেছেন সকল অভিনেতা অভিনেত্রীরা। বাদ পড়েনি মিঠাই…

By

আরও পড়ুন