আপাতত অবস্থা স্থিতিশীল, কিন্তু ফুসফুসে সমস্যা রয়েছে দিলীপ ঘোষের

Advertisement

Advertisement

গতকালই করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। আজ, শনিবার দুপুরে দিলীপ ঘোষের সিটি স্ক্যান করানো হয়েছে। জানা গিয়েছে তাঁর ফুসফুসে কিছু সমস্যা রয়েছে।

Advertisement

Advertisement

গত কাল রাত ১০টা নাগাদ জ্বর নিয়ে হাসপাতাল ভর্তি হন দিলীপ ঘোষ। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, গায়ে ১০২ ডিগ্রি জ্বর রয়েছে দিলীপ ঘোষের এইচডিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক। তবে আগের থেকে দিলীপ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক।

Advertisement

আজ দুপুরে খাবারও খেয়েছেন। দিন কয়েক আগে দিলীপ ঘোষের অসুস্থতার খবর মিলেছিল। সেই সময় সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছিলেন তিনি। অসুস্থতার জন্য বাড়িতেই ছিলেন। আর এরপরেই তার করোনা ধরা পড়ে।