দাঙ্গা চাইলে বিজেপিকে ভোট দিন, শান্তি চাইলে আমাদের আনুন, মালদা সভা থেকে বার্তা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মালদহে সভা করলেন এদিন। তিনি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। এদিন তার প্রধান অস্ত্র ছিল বিজেপির রথযাত্রা এবং ফেক ভিডিও।

Advertisement

Advertisement

আর কিছুদিনের মধ্যেই এবছরের বিধানসভা নির্বাচন। তার আগে সমস্ত দলের নেতারা একেবারে সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়েছেন। বিজেপি রাজ্য দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে এবারে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মালদহে সভা করলেন এদিন। তিনি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। এদিন তার প্রধান অস্ত্র ছিল বিজেপির রথযাত্রা এবং ফেক ভিডিও।

Advertisement

তিনি বললেন, “মালদায় আমি নতুন আসছি না। এখানে যখন কেউ থাকতো না তখন থেকে আমি আসতাম। মালদা বালুরঘাট ট্রেন করে আমার দেওয়া। আমি মালদায় প্রতিবার আসি। দেখি মানুষ দাঁড়িয়ে থাকে। কিন্তু আমার আসন শূন্য, মালদা কি আমরা পাবোনা? সাবিত্রী কৃষ্ণেন্দু ছিল হেরে গেল। ভোট আসলে অংক পাল্টে যায়। আমি শূন্য হতে চাই না এবারে। আমি পূর্ণ হতে চাই। আমি বিজেপির মত কোনদিন করবো করবো বলিনি। আমি করে দেখিয়েছি সব কাজ। বিজেপি সরকার মিথ্যে কথা বলে দাঙ্গা লাগায়। বাংলায় কোন বিজেপি নেই। তাই চাষিরা ভালো রয়েছে বাংলায়। রাজ্যের চাষীদের লুঠ হতে দেবেন না।”

Advertisement

তিনি আরো বলেছেন, “যদি বিজেপিকে ক্ষমতা দেওয়া হয় তাহলে দাঙ্গায় উৎসাহ দেওয়া। যদি আপনারা দাঙ্গা চান তাহলে নিজেদের ভোট বিজেপি কে দিন। মানুষ আমার সঙ্গে রয়েছে। আমি যতদিন থাকবো ততদিন বিজেপিকে ঢুকতে দেবো না। আমি মানুষকে পাশে নিয়ে এই লড়াইয়ে জিতবো।”

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী কে অনেকটা আত্মবিশ্বাসি দেখা গেল। তিনি বার্তা দিয়েছেন, “বিজেপি মানুষকে কিছু দেয় না। শুধু মিথ্যে কথা বলে। আমি মানুষকে আমফানে বাঁচিয়েছি। আমি মালদার সিভিক ভলেন্টিয়ার দের সমস্যার কথা জানি। আমি যদি এখন এটা না করতে পারি তাহলে আমি সমস্যার সমাধান করে দেব। মিথ্যা কথা বলে নাটক করে ফেক ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে ওরা আগুন লাগাচ্ছে। ওদের একটা কথাও বিশ্বাস করবেন না। এখন রথযাত্রা করছেন বাবুরা। দেশে একটা মানুষও স্বাধীন নয়। নেতারা এখন জগন্নাথ বলরাম সুভদ্রা সেজেছেন। রাবণ রথ নিয়ে সীতাহরণ করেছিলেন। সেটা কি আপনারা চালাচ্ছেন? রথের অসম্মান করা যাবে না। ওটা আমাদের সনাতন ধর্ম। আমি রথযাত্রাকে সম্মান করি কিন্তু আপনাদের করিনা। একটা ভোট বিজেপিকে দেবেন না। বাম কংগ্রেস কেও দেবেন না। ওদের সাথে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং নেই। নতুন ভোটারদের দায়িত্ব আছে। তারা বিজেপিকে আটকাতে পারে। এবারে টিএমসি আরো বেশি মেজরিটি পেয়ে জিতে আসবে। মমতা মেরুদন্ড কেউ ভাঙতে পারবেনা। বাংলায় জিতবো। তারপর দিল্লিতে শান্তি ফেরাবো। শুধু মনে রাখবেন, আমাদের আপনাদের ভোটে জেতাতে হবে।”