Categories: নিউজ

আধার কার্ড থাকলে এই কাজটি এখুনি করে নিন!

Advertisement

Advertisement

আধার কার্ড এখন সকল মানুষের কাছে কতটা প্রয়োজনীয় তা সকলেরই জানা। ব্যাংক থেকে শুরু করে রেশন দোকান সমস্ত জায়গায় আধার কার্ডের একটা আলাদা গুরুত্ব দেখা গিয়েছে। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে আধার কার্ডের নথিতে অসঙ্গতি।

Advertisement

নামের বানান, বয়স, এইসব ক্ষেত্রে অনেক ত্রুটি দেখা গিয়েছে। তাই আধার কার্ডের অনেক তথ্য অনেক সময় পরিবর্তন করতে হয়। সঠিক তথ্য বজায় রাখতে আপডেট করতে হয় ৷

Advertisement

ওয়েবসাইটে স্টেটাস চেক করতে হবে ৷ একটি বিকল্প পেজ খুলতে হবে ৷ UIDAI-এর ওয়েবসাইটে যেতে হবে সবার আগে। এই ওয়েবসাইট এ ঢুকে সবথেকে নিচের দিকে দেখতে পাবেন এনরোলমেন্ট আইডি, এনরোলমেন্টের সময়। এগুলি লিখতে হবে তারপরেই ক্যাপচা দিতে হবে। এরপর এর কাজ হল যে, বিকল্প ওয়েবসাইটে ক্লিক করা।

Advertisement

বিকল্পতে ক্লিকের সঙ্গে সঙ্গেই কনফারমেশন মেসেজ আসবে। এরপর uidai.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আধার এনরোলমেন্ট অপশনে গিয়ে ‘Retrieve Lost UID/EID’ অপশন সিলেক্ট করত হবে ৷

এরপর আধার এনরোলমেন্ট নম্বর বা UID ও EID-তে ক্লিক করতে হবে যে নতুন পেজ খুলবে তাতে গিয়ে। এরপর নিজের রেজিস্টার্ড ই-মেল আইডি ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।

সিকিউরিটি কোড দেওয়ার পরে একটি ওটিপি যাবে রেজিস্টার্ড মোবাইলে বা ই-মেল আইডিতে। এরপর ওই ওটিপি ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরেই ফোন ও ই-মেল আইডিতে এনরোলমেন্ট নম্বর পাওয়া যাবে ৷

Tags: Aadhar Card

Recent Posts