Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডিআরএস থাকলে হাজারেরও বেশি উইকেট নিতেন অনিল কুম্বলে, বিতর্কিত মন্তব্যে জড়ালেন রাজকুমার শর্মা

শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের সাফল্য নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা। ঠিক এই মুহূর্তে বির্তকিত বক্তব্য রাখলেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার…

Avatar

শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের সাফল্য নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা। ঠিক এই মুহূর্তে বির্তকিত বক্তব্য রাখলেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি রবীচন্দ্রন অশ্বিনকে ছেড়ে ভারতীয় আরেক স্পিনার অনিল কুম্বলের প্রশংসায় ভাসলেন। তিনি কোনরকম ভনিতা না করে সরাসরি বলেন, অনিল কুম্বলে যদি ডিআরএস সুবিধা পেতেন তাহলে হাজারেরও বেশি উইকেট দখল করতেন তিনি।

আপনাদের জানিয়ে রাখি, টেস্টে ৬১৯টি উইকেট দখল করেছেন অনিল কুম্বলে। তবে এখনো পর্যন্ত টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট নিয়েছেন কুম্বলেই। তাঁর ৬১৯টি উইকেটের ধারেকাছে নেই ভারতের কোনও বোলার। দ্বিতীয় স্থানে থাকা রবিচন্দ্রন অশ্বিনের সংগ্রহ ৪৩৬টি উইকেট। আর কপিল দেব নিয়েছেন ৪৩৪টি। শ্রীলংকার বিরুদ্ধে চলতি সিরিজে ৬ উইকেট দখল করে কপিল দেবকে টপকে গেছেন রবীচন্দ্রন অশ্বিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা ইউটিউব চ্যানেলে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ‘আজকাল স্পিনারদের জন্য ডিআরএস একটি বড় সুবিধা। আমার সময় বা নিখিলের সময়ে, সামনের পায়ে খেলতে গিয়ে যদি বল ব্যাটারের প্যাডে লেগেও যেত, আম্পায়ার সব সময়ে তা নট আউট দিতেন। কিন্তু ডিআরএসের কারণে জিনিসগুলি বদলেছে। পরিবর্তন হয়েছে। আর অনিল কুম্বলে যদি ডিআরএস পেতেন, তবে তিনি হাজারের বেশি উইকেট নিতে পারতেন।’

তবে রবীচন্দ্রন অশ্বিনের সফলতাকে একেবারে তুচ্ছ মনে করছেন না রাজকুমার শর্মা। তার মতে, রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে ধারাবাহিকতা রয়েছে। আর তিনি সেটা সফলভাবে কাজে লাগাচ্ছেন।

About Author