মোদিনগরের উপজেলা আধিকারিক তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে কাজে এসেছেন তিনি। বছরখানেক আগেই সৌম্য পান্ডে মোদিনগর উপজেলা আধিকারিক পদে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে অবশ্য মোদি নগরের উপজেলা আধিকারিকের দায়িত্ব সামলাতেন সৌম্যা কিন্তু এখন তিনি মোদিনগরের উপজেলা আধিকারিক।Must be inspired by @GummallaSrijana ! @IASassociation Soumya Pandey (SDM Modinagar) didnt availed 06 months maternity leave, joined back office with her infant daughter. #CoronaWarriors pic.twitter.com/8Q6Cju2X49
— Dr. Chiguru Prashanth (@prashantchiguru) October 12, 2020
সন্তান কোলে নিয়ে কাজে যোগদান করল মহিলা আইএএস অফিসার, কুর্নিস নেটিজেনদের
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন একটা ছবি ভাইরাল হয়েছে যা কাজ আর দায়িত্বের পরিপূরক হিসেবে সবার মনে ঝড় তুলবে। ছবিতে দেখা গিয়েছে গাজিয়াবাদের মোদিনগরেরর আইএএস অফিসার সৌম্যা পান্ডে তাঁর ছোট্ট শিশুকে…

আরও পড়ুন