Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হায়দরাবাদ ধর্ষণকাণ্ড : আসামীদের আগুনে পোড়ানোর দাবি মায়ের

হায়দ্রাবাদ : গত বৃহস্পতিবার হায়দ্রাবাদের কছে সাদনগর থানার চাতনপল্লী সেতুর কাছে এক মহিলার ঝলসানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মহিলাটির নাম প্রিয়াঙ্কা রেড্ডি, বয়স ২৬ বছর, পেশায় পশু চিকিৎসক। সুত্রে খবর,…

Avatar

হায়দ্রাবাদ : গত বৃহস্পতিবার হায়দ্রাবাদের কছে সাদনগর থানার চাতনপল্লী সেতুর কাছে এক মহিলার ঝলসানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মহিলাটির নাম প্রিয়াঙ্কা রেড্ডি, বয়স ২৬ বছর, পেশায় পশু চিকিৎসক। সুত্রে খবর, রাত নটা থেকে দশটার থেকে মহিলাটির স্কুটির চাকা লিক হয়ে যায়, মহিলাটি সেখানে দুজন ট্রাক চালকৈর সাহায্য নেন কিন্তু সেই সাহায্য মহিলাটির মৃত্যুর কারন হয়ে দাঁড়ায়।

ইতিমধ্যে প্রিয়াঙ্কা হত্যার আসামীকে ধরে ফেলেছে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে। আসামীদের নাম জোল্লু শিবা, জোল্লু নবীন, মহম্মদ আরিফ, এবং চিন্তাকুন্তা চিন্নাকেশাভুলু। শনিবার তেলেঙ্গানার শাদনগরের মেজিস্ট্রেট তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিজ মেয়ে প্রিয়াংকার নির্মম হত্যা নিয়ে মুখ খোলেন। প্রিয়াংকার মা বলেছেন, যেভাবে তার কন্যাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, তেমনি অভিযুক্তদের শরীরে রাস্তার মাঝে আগুন ধরিয়ে দেওয়া হোক। সন্তানহারা মা কোনো ন্যায়বিচারের আশায় থাকতে চান না।

তিনি অভিযোগ করেন, তার ছোটো কন্যা আরজিআই থানায় গিয়েছিল, কিন্তু আরজিআই পুলিশ বলে সেটা শামসাবাদ ঘটনা। এরম করে ঘুরতে ঘুরতে প্রায় তিন ঘন্টা পেরিয়ে যায়। সাইবারবাদের পুলিশ কমিশনার ভি সি সাজ্জানার জানান, আরজিআই থানায় জানাতেই দ্রুত পদক্ষেপ নেয়, কিন্তু তাতেও রক্ষা করা যায়নি প্রিয়াঙ্কার জীবন।

About Author