Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ওড়িশা নয়, পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

Updated :  Thursday, November 7, 2019 5:41 PM

প্রীতম দাস : কিছুক্ষন আগে পাওয়া আইএমডি এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে থাকবে। তবে প্রধান চিন্তার বিষয় হলো এতক্ষন অব্দি এটি ওড়িশা উপকূলে আছরে পড়ার আশঙ্কা ছিল তবে বর্তমানে এটির অবস্থান দেখে মনে করা হচ্ছে এটি ওড়িশা উপকূল এর গা ঘেঁষে বেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গে আছরে পড়বে ও তারপর এটি বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করবে।

ঘূর্ণিঝড়টি ওড়িশা উপকূল ছেড়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আই এম ডি ) এর এক প্রবীণ কর্মকর্তা।

মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, এটি উত্তর- উত্তর পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে, তিনি আরো বলেন – ওড়িশা উপকূলে আঘাত হানার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় বুলবুল এর। তবে ওড়িশা উপকূলে বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো বাতাস বইতে পারে।

আরও পড়ুন : আরও শক্তি বাড়াচ্ছে ‘বুলবুল’, সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর

আইএমডি এর ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন , ৭ই নভেম্বর এর মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে ও পরবর্তী ২৪ ঘণ্টায় তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

ঘূর্ণিঝড় এর উপর আবহাওয়াবিদরা সর্বক্ষণ নিবিড়ভাবে তার গতিবিধির , অবস্থানের ওপর পর্যবেক্ষণ করে চলেছে । আগামী ৮ই নভেম্বর থেকে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত কোনো মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে না যায় সে ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে বলা হয়েছে।