Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এই অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা হৃত্বিকের, বৈবাহিক জীবনে পড়ল বড়সড় প্রভাব

Updated :  Monday, January 11, 2021 10:04 AM

এই মুহূর্তে অভিনেত্রী করিনা কপূর খান (kareena Kapoor khan) তাঁর দ্বিতীয়বারের গর্ভাবস্থার শেষ পর্যায়ে।  কিন্তু এর মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হলো তাঁর অতীত প্রেমকাহিনী। করিনা বহু নায়কের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্কে জড়িয়েছেন।  কিন্তু তাঁর কেরিয়ারের গোড়ার দিকে তাঁর একটি  প্রেমের কাহিনী শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। তা হলো অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)-এর করিনার প্রেম।

সেই সময় সুজান খান (Sussane khan) ছিলেন হৃত্বিকের প্রেমিকা। এমনকি বাগদানও হয়ে গিয়েছিল তাঁদের।  এই সময় হৃত্বিকের সঙ্গে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ ফিল্মে অভিনয় করার সময় শুটিং চলাকালীন হৃত্বিক ও করিনার অফস্ক্রিন রোম্যান্স শুরু হয়।  হৃত্বিক ও করিনা একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। এই ঘটনা পৌঁছায় সুজানের কানে। সুজানের পরিবার ও হৃত্বিকের বাবা রাকেশ রোশন (Rakesh Roshan) তড়িঘড়ি হৃত্বিক ও সুজানের বিয়ের ব্যবস্থা করেন।  সুজান ও হৃত্বিকের বিয়ের পর করিনা সরে যান তাঁদের জীবন থেকে। তখন তাঁর জীবনে এসেছেন অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor)।

এই অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা হৃত্বিকের, বৈবাহিক জীবনে পড়ল বড়সড় প্রভাব

পরবর্তীকালে করিনাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি হৃত্বিকের সঙ্গে  সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, তিনি কোনোদিন চাননি হৃত্বিক ও সুজানের সম্পর্ক ভেঙে যাক। 2014 সালে কোনো অজানা কারণে হৃত্বিক ও সুজানের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু তাঁদের দুই সন্তান তৈরী করেছে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। এমনকি লকডাউনের সময় হৃত্বিক ও সুজান একসঙ্গে ছিলেন। একসময় শোনা গিয়েছিল হৃত্বিক ও সুজান দুজনে দুজনকে  আবারও একবার বিয়ে করতে চলেছেন।  কিন্তু পরবর্তীকালে তাঁরা দুজনেই এই কথাকে গুজব বলে উড়িয়ে দেন।  অপরদিকে করিনার সঙ্গেও শাহিদের ব্রেক-আপ হয়ে গেছে।  করিনা বিয়ে করেছেন অভিনেতা সইফ আলি খান (saif ali khan)-কে। শাহিদের সঙ্গে বিয়ে হয়েছে মীরা রাজপুত (Mira Rajput)-এর। এখন তাঁরা প্রত্যেকেই নিজের মতো করে নিজেদের জীবনে সুখী।