Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Howrah Vande Bharat Metro: বাংলায় চালু হবে দুটি বন্দে ভারত মেট্রো, ছাড়বে হাওড়া থেকে, সামনে এলো সময়সূচী

Updated :  Tuesday, June 13, 2023 8:52 PM

রাজ্যে চালু হচ্ছে দুটি বন্দে ভারত মেট্রো ট্রেন। লোকাল ট্রেনের লাইনে এই অত্যাধুনিক ট্রেন ছুটবে বলে জানা যাচ্ছে। এই ট্রেনে আটটি করে কোর্স থাকবে এবং এই ট্রেন চালু হলে সব থেকে বেশি লাভবান হবেন আজিমগঞ্জ লাইনের যাত্রীরা। হাওড়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত যেতে পারে প্রস্তাবিত দুটি মেট্রোর মধ্যে একটি লাইন। এই ট্রেনটি ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশনে দাঁড়াতে চলেছে বলে জানা যাচ্ছে। তাছাড়া অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সোলার এবং খড়গ ঘাট স্টেশনে এই ট্রেন দাঁড়াতে চলেছে। সকালে আজিমগঞ্জ থেকে ছেড়ে হাওড়া উদ্দেশ্যে যাবে এই ট্রেন। পরে সন্ধ্যায় সেটি হাওড়া থেকে আজিমগঞ্জ এর উদ্দেশ্যে চলে যাবে। আজিমগঞ্জ থেকে ৬ দিন এই ট্রেন চলার কথা রয়েছে। হাওড়া থেকে শনিবার ছাড়া বাকি ৬ দিন এই ট্রেন চলবে।

আপাতত কয়েকটি স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময়সূচী প্রস্তাবিত হয়েছে। জানা গিয়েছে সকাল ৭টা ৫ মিনিটে আজিমগঞ্জ স্টেশন থেকে রওনা দেবে এই ট্রেন। সকাল ৮টা ২৫ মিনিটে কাটোয়া স্টেশনে পৌঁছাবে। এরপর সেখান থেকে সকাল ৮টা ২৭ মিনিটে ছেড়ে ট্রেনটি ১০টা ১৮ মিনিটে ব্যান্ডেল জংশনে পৌঁছবে। সেখানে দু মিনিট দাড়িয়ে ১১টা ২০ মিনিটে পৌঁছাবে হাওড়া।

অন্যদিকে, ফিরতি পথে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাওড়া থেকে আজিমগঞ্জের দিকে রওনা দেবে ট্রেনটি। ব্যান্ডেলে গিয়ে সেই ট্রেনটি পৌঁছবে ৭টা ৩৮ মিনিটে। ৭টা ৪০ মিনিটে ব্যান্ডেল থেকে ট্রেনটি ছেড়ে কাটোয়া পৌঁছবে রাত ৯টা ২৫ মিনিটে। সেখানে দু’মিনিট দাঁড়িয়ে আবার ছুটবে ট্রেনটি। এরপর রাত ১০টা ৫৫ মিনিটে সেটি গিয়ে আজিমগঞ্জে পৌঁছবে।

এছাড়াও জানা গিয়েছে অপর বন্দে ভারত মেট্রো ট্রেন হাওড়া ভাগলপুর রুটে ছুটতে চলেছে। এই ট্রেন দাঁড়াতে পারে সাহেবগঞ্জ, বড় হাড়োয়া, আজিমগঞ্জ জংশন, কাটোয়া, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সলার, খরগঘাট এবং ব্যান্ডেল স্টেশনে। এই ট্রেনটি ভাগলপুর থেকে বুধবার ছাড়া বাকি ৬দিন ছাড়বে। অন্যদিকে হাওড়া থেকে মঙ্গলবার বাদে বাকি সব দিন ছাড়বে।