সারা বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থার মধ্যে অন্যতম হলো ভারতীয় রেল পরিষেবা। নিত্যদিন দেশের প্রায় দুই কোটি যাত্রী পরিবহন করে থাকে এই ভারতীয় রেলওয়ে। এক কথায় বলতে গেলে ভারতীয় পরিবহন ব্যবস্থার মেরুদন্ড হলো ভারতীয় রেল। তাই এই পরিস্থিতিতে যদি কোন ভাবে রেল পরিষেবা ব্যাহত হয় তাহলে গভীর সমস্যার সম্মুখীন হন লক্ষ লক্ষ মানুষ। বিগত কিছুদিন ধরেই নানা কারণে বাতিল হচ্ছে একাধিক লোকাল ট্রেন। এরই মাঝে গোটা ডিসেম্বর মাস জুড়ে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
বছর শেষে গোটা ডিসেম্বর মাস জুড়ে বাতিল হবে হাওড়া থেকে সিঙ্গুর এবং তারকেশ্বর লাইনের বেশ কিছু লোকাল ট্রেন। প্রসঙ্গত সিঙ্গুর এবং নলিকুল স্টেশনের মধ্যে ডাউন লাইনে পাওয়ার এবং ট্রাফিক ব্লকের কাজ আগে থেকেই চলছিল। কাজ শেষ হবার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এই কারণে ওই রুটে আপাতত বাতিল রয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। গোটা মাস জুড়ে একগুচ্ছ ট্রেন বাতিল থাকার কারণে ভোগান্তির সম্মুখীন হতে পারেন নিত্যযাত্রীরা এবং সেই কারণে ভোগান্তি এড়াতে এখনই জেনে নিন কোন কোন ট্রেন বাতিল হবে সারা মাসে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowহাওড়া থেকে – ৩৭৩০৭, ৩৭৩১৯, ৩৭৩০৫, ৩৭৩২৭, ৩৭৩৪৩ হরিপাল থেকে – ৩৭৩০৮ তারকেশ্বর থেকে – ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২, ৩৭৪১৬ শেওরাফুলি থেকে – ৩৭৪১১, ৩৭৪১৫ সিঙ্গুর থেকে – ৩৭৩০৬।