রাজ্যের কোন হাসপাতালে কত Covid বেড ফাঁকা? দেখে নিন এই পদ্ধতিতে

Advertisement

Advertisement

দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এমন অবস্থায় দেশে প্রতিদিন আক্রান্ত হচ্ছে ৩.৫ লাখের ও বেশিজন। এর সাথে বলা চলে যে, করোনার দ্বিতীয় ওয়েভ দেশের স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা। বাংলা থেকে শুরু করে দেশের প্রতি প্রান্তে অক্সিজেন সিলিন্ডার এবং কোভিড বেড নিয়ে হাহাকার চলছে। তবে এমন অবস্থায় করোনার সংক্রমণ আটকাতে এবং মানুষকে কোভিড বেড দিতে এগিয়ে এসেছে রাজ্য সরকার এবং পুরসভা। এখন কোন রাজ্যের কোন হাসপাতালে কতগুলো বেড খালি তা দেখা যাচ্ছে অনলাইনেই। কোথায় কোন হাসপাতালে কতো বেড খালি আছে কীভাবে দেখবেন, তা আজ আমরা জানাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। চলুন জানা যাক,

Advertisement

কোথায় কত বেড খালি আছে, তা কীভাবে অনলাইনে দেখবেন?
কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে তা জানা এমন অবস্থায় অনেকটাই জরুরী। সেই কারণে প্রতি রাজ্যের সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পোর্টাল বানানো হয়েছে। সেই পোর্টালের মাধ্যমেই জানা যাবে কোন হাসপাতালে রয়েছে কত বেড,

Advertisement

বাংলায় থাকা ফাঁকা বেড অনলাইনে দেখার পদ্ধতি –
হাসপাতালে থাকা ফাঁকা বেডের সংখ্যা দেখার জন্য বিশেষ পোর্টালের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গের সরকার। সেই পোর্টালে গেলেই জানতে পারবেন কোন হাসপাতালে কত বেড রয়েছে। এছাড়া কোন জেলায় কতগুলি বেড ফাঁকা আছে সেই বিষয়ে ও জানাবে এই পোর্টাল। তবে এই পোর্টালের বিশেষত্ব হল এটি প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকে আপডেট করা হয়। তবে এই সমস্ত তথ্য জানতে যেতে হবে https://www.wbhealth.gov.in/pages/corona/bed_availability_pvt এই পোর্টালে।

Advertisement

বলা বাহুল্য, বর্তমানে All India Medical Institute এ খালি রয়েছে ২ টি বেড। AMRI হাসপাতালে খালি বেডের সংখ্যা ২৷ মুকুন্দপুর AMRI তে খালি বেডের সংখ্যা ১। Belle Vue ক্লিনিক এ খালি রয়েছে ৩৫ টি বেড। চার্ণক হাসপাতালে রয়েছে ২৬ টি বেড। B P Poddar এ রয়েছে ১০ টি বেড। ২৭ টি বেড খালি রয়েছে Densun হাসপাতালে। দুর্গাপুরের Health World হাসপাতালে রয়েছে ১০ টি বেড। ক্ষুদিরাম হাসপাতালে রয়েছে ১৫ টি বেড। Neheru Memorial Tecno Special হাসপাতালে রয়েছে ৪৯ টি বেড৷ Tecno India Dama তে রয়েছে ৩৪ টি বেড। বাকি সমস্ত স্থানে রয়েছে।

গুরুগ্রামে অনলাইনে ফাঁকা বেড দেখার পদ্ধতি-
গুরুগ্রামে করোনা বেডের খবর পেতে লগ ইন করতে হবে https://covidggn.com সাইটে। এখানে আপনি দেখতে পারবেন ফাঁকা বেডের সংখ্যা।

দিল্লিতে অনলাইনে ফাঁকা বেড দেখার উপায়-
দিল্লি সরকারের সাইটে লগ ইন করে দিল্লির বিভিন্ন হাসপাতালের ফাঁকা বেড সম্পর্কে জানা যাবে। তার জন্য https://coronabeds.jantasamvad.org সাইটে লগ ইন করতে হবে।

থানেতে অনলাইনে ফাঁকা বেড দেখার উপায়-
মহারাষ্ট্রের থানে শহর অনলাইনে ফাঁকা বেড সম্পর্কে জানতে লগ ইন করতে হবে https://covidthane.org সাইটে।

Recent Posts