Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Madhyamik 2024: একাদশ শ্রেণিতে ভর্তি হতে কোন বিষয়ে পেতে হবে কত নম্বর? সাফ জানালো শিক্ষা সংসদ

২ রা মে, বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৪ (Madhyamik 2024) এর ফল। এ বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮০ দিনের মাথায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। আর এবার মাধ্যমিকের…

Avatar

By

২ রা মে, বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৪ (Madhyamik 2024) এর ফল। এ বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮০ দিনের মাথায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। আর এবার মাধ্যমিকের পর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে বড়সড় ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এ বছর ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করা হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। আর এবার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার নূন্যতম নম্বর নিয়ে বড় আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে নির্দিষ্ট বিষয়ে নূন্যতম কত নম্বর পেতে হবে সে বিষয়ে পরিষ্কার তথ্য দিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এতদিন মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আলাদা করে বিষয়ভিত্তিক কোনো নম্বরের প্রয়োজন ছিল না। কিন্তু এবার থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বিজ্ঞান নিয়ে পড়তে হলে অঙ্কে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়তে হলে ভৌত বিজ্ঞানে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। বায়োলজি নিয়ে পড়তে গেলেও জীবন বিজ্ঞানে পেতে হবে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর। আর্টস, কমার্সের ক্ষেত্রেও বিষয়ভিত্তিক নূন্যতম নম্বর জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

এবার থেকে সেমেস্টার নিয়ম চালু হতে চলেছে। সেই কারণে একাদশ শ্রেণিতে বিভিন্ন বিষয় নিয়ে পড়তে গেলে পেতে হবে নূন্যতম নম্বর। আর এবার সংসদের তরফে নম্বর উল্লেখ করে স্পষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩ জন। আর এ বছর মাধ্যমিক পাশ করেছেন মোট ৭,৬৫,২৫২ জন পরীক্ষার্থী। প্রথম দশ জন কৃতীদের মধ্যে নাম তুলেছে মোট ৫৭ জন পরীক্ষার্থী।

About Author