Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কীভাবে বাড়ছে করোনা? কীভাবে ফুসফুসকে আক্রমণ করছে এই মারণ ভাইরাস? ভিডিওতে দেখালেন চিকিৎসকরা

বিশ্ব জুড়ে ত্রাসের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রথম বিশ্বের দেশগুলো। ইতিমধ্যে ৬ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। মারা গিয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ।…

Avatar

বিশ্ব জুড়ে ত্রাসের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রথম বিশ্বের দেশগুলো। ইতিমধ্যে ৬ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। মারা গিয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ। এই অবস্থায় দাঁড়িয়ে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিষেধক টিকা প্রস্তুত করতে নিরন্তর প্রয়াস চালাচ্ছেন তারা। তবে করোনা কীভাবে কাজ করছে শরীরে? কীভাবে ছড়িয়ে পড়ছে? সে বিষয়ে সমস্ত কিছু বিস্তারিত ভাবে একটি ভিডিওতে দেখালেন চিকিৎসকরা।

করোনা ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে ধীরে ধীরে আক্রমন করে ফুসফুসকে। দেহে প্রবেশের পরও প্রথম অবস্থায় উপসর্গ তেমনভাবে প্রকাশ পায় না। যতদিনে করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পায়, ততদিনে তা ছড়িয়ে পড়ে আরও অনেকের শরীরে। তবে লক্ষণ বাইরে না বের হলেও অনেক ক্ষেত্রে ফুসফুসকে ক্রমশ অকেজো করতে শুরু করে এই মারণ ভাইরাস। আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকিৎসক কেইথ মর্টম্যান এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসে ছড়িয়ে পড়ে কোভিড ১৯-এর সংক্রমণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওয়াশিংটন ডিসি-র ইউনিভার্সিটি হাসপাতালের পক্ষ থেকে সম্প্রতি একটি থ্রিডি ভিডিও প্রকাশ করে দেখানো হয়েছে কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তির ফুসফুস কীভাবে এই মারণ ভাইরাসের সংক্রমণে ধীরে ধীরে নষ্ট হতে বসেছে। এই ভিডিওতে ৫৯ বছরের এক প্রৌঢ়ের ফুসফুস কীভাবে ধীরে ধীরে সংক্রমিত হয়ে পড়ছে। এই ব্যক্তি কোভিড ১৯-এর পাশাপাশি উচ্চ রক্তচাপের সমস্যাতেও ভুগছিলেন। শ্বাসকষ্টের জন্য তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

About Author