Categories: জ্যোতিষ

কোন রাশিতে কী কী শুভ যোগ রয়েছে, জানুন আজকের রাশিফল

Advertisement

Advertisement

মেষ (ARIES): আজ আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক বেশি টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন।

Advertisement

বৃষ (TAURUS):আজ আপনি কোনো কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দেখে শুনে কাজ করুন। সাবধান হন। সবাইকে বিশ্বাস করবেননা। দিনটি খুব একটা সুখকর নয়।

Advertisement

মিথুন (GEMINI): আজ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে বিপুল অর্থ জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।

Advertisement

কর্কট (CANCER): আজ আপনি কোনো ঝুঁকিপূর্ণ কজে সাফল্য পেতে পারেন। এই কাজের জন্য বেশ প্রশংসা পেতে পারেন। মন দিয়ে নিজের কাজ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

সিংহ (LEO): আজ আপনি পুরোনো কোনো কাজের জন্য অনুশোচনা করতে পারেন। যথাসম্ভব মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কন্যা (VIRGO):আজ আপনি দীর্ঘদিন কোনো বিপদে থাকলে আজ নিজের বুদ্ধি দিয়ে সেই বিপদ থেকে মুক্ত পেতে পারেন। মন দিয়ে সাবধানে নিজের কাজ করার চেষ্টা করুন।

তুলা (LIBRA): আজ আপনি নিজের স্ত্রীর শরীরের দিকে নজর দিন। অকারণ বিবাদ এড়িয়ে চলুন, নতুবা দাম্পত্য কলহে জড়িয়ে যেতে পারেন। যারা একাকীত্বে ভুগছেন, তাদের ক্ষেত্রে আজ পত্নী বিয়োগ যন্ত্রণা মনকে নাড়া দেবে।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনি রাজনৈতিক ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলুন। কোনো রকম রাজনৈতিক মহলের ঝগড়া ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না তাহলে ক্ষতি হতে পারে

ধনু (SAGITTARIUS): আজ আপনার ব্যবসায়ে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার কাজেতে কাউকে সহজে বিশ্বাস করবেননা।

মকর (CAPRICORN): আজ আপনি নিজের সন্তানের কোনো কাজের জন্য গর্বিত হতে পারেন। সন্তানের বেশ নাম ডাক হবে। নিজের সন্তান আর পরিবারের সাথে ভালো সময় কাটান।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার ন্যর্যপ্রাপ্তিতে কোনো বাধা আসতে পারবেনা। বঞ্চিত নিজের জিনিস থেকে বাদ হওয়া। মন শক্ত করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

মীন (PISCES): আজ আপনার দিনটি বেশ শুভ। অনেকদিনের পুরোনো ইচ্ছে পূরণ হতে পারে। নিজের লক্ষের দিকে এগিয়ে যান। স্বপ্ন পূরণে নিজের কাছের মানুষের সাহায্য পাবেন।

Recent Posts