Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতা, আর নরেন্দ্র মোদি সোনার বাংলা’, এগরার সভা থেকে বললেন অমিত শাহ

পশ্চিমবঙ্গে আরো একবার নির্বাচনী প্রচারে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে নির্বাচনী প্রচার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন। এছাড়াও…

Avatar

By

পশ্চিমবঙ্গে আরো একবার নির্বাচনী প্রচারে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে নির্বাচনী প্রচার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন। এছাড়াও অমিত শাহ প্রশ্ন করেছেন, “দিদি বলেছিলেন বাংলায় পরিবর্তন হবে, আদৌ কি কোন পরিবর্তন হয়েছে?” তিনি সরাসরি উত্তর দিলেন, বাংলায় কোন পরিবর্তন হয়নি।

দুর্গাপূজা এবং সরস্বতী পুজো নিয়ে আরো একবার প্রশ্ন তুললেন অমিত শাহ। অমিত বললেন, “আদালতের নির্দেশ মেনে পূজা করতে হয়। বাংলাভাষী শিক্ষককে গুলি করা হয় এই রাজ্যে। এই সরকার দুর্গাপূজা এবং সরস্বতী পুজো করতে দেয় না। এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। বাংলায় একবার বিজেপির সরকার করুন, আমরা কথা দিচ্ছি বাংলায় দুর্গাপূজা এবং সরস্বতী পুজো কেউ রুখতে পারবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও তিনি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “অনুপ্রবেশ আগে হতো, এখনো হচ্ছে। তৃণমূল সরকার বাংলায় কোন অনুপ্রবেশ রুখতে পারেনি। পাঁচ বছরের মধ্যে বাংলায় অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হয়। বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের কোনো উন্নতি করেনি। সোনার বাংলা গড়বে ভারতীয় জনতা পার্টি।”

আজকের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারো ডবল ইঞ্জিন সরকার চালানোর কথা ঘোষণা করলেন বাংলায়। তিনি বললেন, “মোদীজি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছেন আর এই স্বপ্নে আপনারা সামিল হয়ে যান। মমতা দিদি ভাইপো কে মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন সোনার বাংলা তৈরি করতে। যদি বিজেপি সরকার স্থাপিত হয় তাহলে পাঁচ বছরের মধ্যে এই বাংলা সোনার বাংলা হবে।” এছাড়াও তিনি ঘোষণা করেছেন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে আর কাটমানি দিতে হবে না এবং সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন চালু করা হবে।

About Author