Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hair Care Tips: চুল পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে? ব্যাবহার করুন এই সহজ ঘরোয়া পদ্ধতি, পাবেন হাতে নাতে ফল

চুল হল মুখের সৌন্দর্যের অন্যতম প্রধান চাবিকাঠি। আর ঠিক এই কারণেই হেয়ার ট্রান্সপ্লান্ট করার রমরমা বেড়েছে। খেয়াল করে দেখবেন বেশিরভাগ সিনেমা আর্টিস্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে যৌবন ধরে রেখেছেন। শাহরুখ থেকে…

Avatar

চুল হল মুখের সৌন্দর্যের অন্যতম প্রধান চাবিকাঠি। আর ঠিক এই কারণেই হেয়ার ট্রান্সপ্লান্ট করার রমরমা বেড়েছে। খেয়াল করে দেখবেন বেশিরভাগ সিনেমা আর্টিস্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে যৌবন ধরে রেখেছেন। শাহরুখ থেকে সলমন কিংবা জনপ্রিয় অভিনেত্রী, প্রায় প্রত্যেকেই হেয়ার ট্রান্স্লান্ট করিয়েছেন। কিন্তু, যদি প্রথম থেকে চুলের যত্ন নেওয়া যায় তাহলে দীর্ঘদিন পর্যন্ত চুল জীবন্ত থাকে। আজকাল অনেকেরই খুব কম বয়স থেকে চুল ঝড়ে পড়ে যাচ্ছে, মাথার মাঝখানের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে। এছাড়া, চুলে খুশকি, ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যা তো রয়েছেই। এক্ষেত্রে একটা দুর্দান্ত ঘরোয়া রেমেডি আছে, যেটা আপনার চুল পড়া রোধ করতে সাহায্য করবে, চুল গজাতে সাহায্য করবে, পাশাপাশি চুলের গোড়া শক্ত করবে ও মসৃণ হবে। কি সেই উপাদান? অবশ্যই সেটা হতে পারে পেঁয়াজ (Onion) . আজকের প্রতিবেদনে জানানো হবে পেঁয়াজ এর সিরাম কীভাবে আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি করবে।

পেঁয়াজ এর সিরাম কেন?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পেঁয়াজ ঘরোয়া ও সহজলভ্য উপাদান। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। এটি চুল পেঁকে যাওয়ার আশঙ্কা কম করে। এছাড়া, পেঁয়াজের সিরামে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন। এগুলো চুল গজাতে ও চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে।

ঘরে যেভাবে বানাবেন পেঁয়াজের হেয়ার সিরাম

১. ছোট ছোট পেঁয়াজ কিনে এনে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন বা কুচিয়ে নিন।

২. একটি মসৃণ পিউরি তৈরি করতে ব্লেন্ডারে কাটা পেঁয়াজ ব্লেন্ড করুন।

৩. ওই পিউরি থেকে ছাঁকনি ব্যবহার করে পেঁয়াজ থেকে রস বের করুন, যতটা সম্ভব রস বের করুন।

৪. এই রসের সঙ্গে নারকেল তেল, ক্যাস্টর অয়েল এবং এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন সমপরিমাণে। ব্যাস, তৈরি সিরাম। কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।

ড্রপার দিয়ে রাতে চুলে মেখে হালকা ম্যাসাজ করে নিন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে তিনদিন করলেই দারুন ফল পাবেন হাতেনাতে।

About Author