জীবনযাপন

Skin Care Tips: এই ফেসিয়াল ক্রিমটি আপনার মুখকে এক রাতেই উজ্জ্বল করে তুলবে, এভাবে ঘরেই বানিয়ে ফেলুন

Advertisement

Advertisement

বর্তমানের কর্মব্যস্ত জীবনে কাজের ফাঁকে আলাদা করে নিজের ত্বকের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে আজকের দূষণে ভরা পরিবেশে ত্বকের যত্ন নেওয়া ভীষণভাবে প্রয়োজনীয়। সময়ের অভাবে ত্বকের যত্ন নিতে চিকিৎসক কিংবা কোন বিউটি পার্লারের দ্বারস্থ হন বেশিরভাগই। তবে সেক্ষেত্রে একাধিক কেমিক্যালযুক্ত উপাদান ত্বকের উপর ব্যবহার করা হয়ে থাকে। আর যার ফলস্বরূপ নানা সমস্যা দেখা দেয় খুব অল্পসময়ের মধ্যেই।

Advertisement

অনেক সময়ে অনিয়মিত খাওয়া দাওয়া, দূষিত পরিবেশ, পর্যাপ্ত জল না খাওয়া ত্বকের সমস্যার কারণ হতে পারে। এক্ষেত্রে মুখে প্রকট হয় ব্রণর সমস্যা। তবে ত্বকের একাধিক সমস্যা দূর করতে মধু সবথেকে বেশি কার্যকরী। এই নিবন্ধের সূত্র ধরে একটি ঘরোয়া জেলের কথা জানানো হবে সকলকে।

Advertisement

উপকরণ-
১) অ্যালোভেরা জেল – ২ চা চামচ
২) বাদাম তেল- ২ অথবা ৩ চা চামচ
৩) ভিটামিন ই তেল- ১ চা চামচ
৪) গ্লিসারিন- ১ চা চামচ
৫) গোলাপ এসেনশিয়াল ওয়েল- ২ চা চামচ

Advertisement

এরপরে এইসব কটি উপাদান একটি পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই ঘরোয়া জেল তৈরি হয়ে যাবে। এরপর এটি একটি কাঁচের কৌটোত সংরক্ষণ করে রাখা সম্ভব। এই জেল মুখ ভালোভাবে পরিষ্কার করার পর কিংবা চান করার পরেই মুখে ভালোভাবে লাগানো উচিৎ‌। বিশেষ করে এই জেল যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে লাগানো হয় তাহলে, তফাৎ নজরে আসবে খুব শীঘ্রই।

Recent Posts