যেদিন থেকে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়েছে, উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। শুরু হয়েছে বিক্ষোভ, আগুন জ্বলেছে বিভিন্ন জায়গায়। দিল্লী, পশ্চিমবঙ্গ, লখনউ সব জায়গায় একই চিত্র। হেনস্থা হয়েছে সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয় ইন্টারনেট সংযোগ। লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ। এরপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নড়েচড়ে বসলো সরকার।
পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যাওয়ায় জরুরি বৈঠকের ডাক দিলো অমিত শাহ। এই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা। দেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। যদিও কি সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে তা সরকারিভাবে এখনও জানা যায়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : নাগরিকত্ব বিল নিয়ে কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না কেন্দ্র, জানালেন অমিত শাহ
প্রসঙ্গত নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর থেকেই পথে নামে দেশবাসী। বিভিন্ন জায়গায় জারি হয় ১৪৪ ধারা। ক্ষতি হয়েছে কোটি টাকার সরকারি সম্পত্তি। কলকাতা সহ আজও বিভিন্ন জায়গায় চলেছে বিক্ষোভ মিছিল।