সম্প্রতি হিয়ার যে ছবিটি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে দেখা গিয়েছে, সেখানে একেবারে বৌমার সাজে ছিলেন তিনি। শাড়ির পাশাপাশি পরেছিলেন সিঁদুর ও শাঁখা-পলাও। নিজের এই লুক নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তাকে এই সাজে দেখার পর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।কেউ কেউ তাকে তার নতুন বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ সরাসরি প্রশ্ন করেছেন তার বিয়ে নিয়ে। আবার কেউ রীতিমতো কটাক্ষের সুরেই তাকে কথার তীরে বিদ্ধ করেছেন। তার শেয়ার করা ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে। উল্লেখ্য, সম্প্রতি নিজের এই ছবির জন্যই আবারো চর্চার আলোয় হিয়া।
Hiya Dey: বিয়ের পিঁড়িতে পটল, শাঁখা-সিঁদুর পরেই ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়, কটাক্ষের শিকার অভিনেত্রী
হিয়া দে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। অনেক ছোট বয়স থেকেই টেলিভিশন জগতের অভিনেত্রী হিসেবে পা রেখেছেন তিনি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'পটলকুমার গানওয়ালা'তে নাম ভূমিকায় অভিনয় করেছিল সে।…

আরও পড়ুন