সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে হিয়াকে ‘তু লে নাম রাব কা নাম সাঁই কা’র তালে নিজের বাড়ির ছাদেই তুমুল নাচানাচি করতে দেখা গিয়েছে। ভিডিওটি বানানোর সময় অভিনেত্রীর পরনে ছিল একটি গ্রাফিটি আঁকা টি-শার্ট ও কালো হট প্যান্ট। খোলা চুলে একেবারে ঘরোয়া সাজে পায়ে নিকার্স পরেছিল হিয়া। এই একেবারে সাধারণ সাজেই তাকে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে, যা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছে সে। সেই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই রীতিমত ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। পাশাপাশি নেটনাগরিকদের একাংশের মাঝে আবারও কটাক্ষের শিকার হতে হয়েছে হিয়াকে। কেউ বলেছেন, সে অল্পবয়সে খুব পেকে গিয়েছে। আবার কেউ তার নাচ কিংবা পোশাক নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করেছেন, তা কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা যাবে। তবে সবসময়ের মতো এবারও এই বিষয়কে এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। কারণ এতদিনে এই সমস্ত ব্যাপার তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।
Hiya Dey: বাড়ির ছাদে হিন্দি গানে দুর্দান্ত নাচ পর্দার পটলের, ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের শিকার হিয়া দে
হিয়া দে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। অনেক ছোট বয়স থেকেই টেলিভিশন জগতের অভিনেত্রী হিসেবে পা রেখেছেন তিনি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'পটলকুমার গানওয়ালা'তে নাম ভূমিকায় অভিনয় করেছিল সে।…

আরও পড়ুন