কেয়া সেন : হিরণ চট্টোপাধ্যায়, টলিউডের এই অভিনেতার বৈবাহিক জীবন (রিল লাইফ) কিছুতেই ভালো যাচ্ছেনা। তাইতো এবার ৩ নম্বর বিয়ে করতে চলেছেন অভিনেতা। আর এবার কিন্তু জামাই কে কেউ 420 ও বলছেন না, আর বদলও করছেন না। প্রযোজক জয়দেব মন্ডল ও সহযোগী প্রযোজক রূপা বন্দোপাধ্যায়ের প্রযোজনায় হিরণ, থুড়ি আদিত্য কে সকালেই বলছেন “জিও জামাই”। হঠাৎ কেন এত সুখ্যাতি? যানতে হলে অপেক্ষা করতে হবে আগামী বছর, ছবি মুক্তির জন্য।


ইতিমধ্যেই ভাইজ্যাকের বিভিন্ন লোকেশনে শ্যুট হয়েছে “জিও জামাই” -এর একাধিক অংশ। আর কলকাতায় শ্যুট হবে ছবির ২টি গান। মৌলিক গল্প নিয়ে তৈরি পারিবারিক ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, তুলিকা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, সুমিত গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক তারকা।

তাই এখন শুধুই অপেক্ষা, নেহাল দত্তের পরিচালনায় ও জ্যোতি প্রোডাকশন, কলকাতার প্রযোজনায় টলিউডের আপকামিং কমেডি ড্রামার প্রথম ঝলকের।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases