রাজভবন থেকে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল একটি চিঠি লিখেছিলেন পুরোটাই ছিল ইংরেজিতে লেখা। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাল কে বাংলায় কথা বলার জন্য আবেদন জানিয়ে একটি চিঠি লিখেছিলেন।সেই চিঠি প্রত্যুত্তরে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন সংবিধান অনুযায়ী হিন্দি আমাদের ভাষা, তাই ইংরেজির সাথে হিন্দিতে কথা বলার জন্য প্রয়াস চালানো উচিত এবং তার এই মন্তব্যটি কে কেন্দ্র করে তীব্র সমালোচনার আলোড়ন তৈরি হয়েছে।
রবিবার উত্তর ২৪ পরগনার বনহুগলীতে রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গ জনসংস্থা এন আই এল ডি চতুর্থ বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদীপ ধনকড়। সেখানে তিনি যাদবপুরের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের কর্তব্য সম্পর্কে অবহিত নয় এবং তাকেই তাদের কর্তব্য সম্পর্কে অবগত করাতে হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : জোড়া ধাক্কা বিজেপির, পদত্যাগ দুই বিজেপি নেতার
এখানেই তাঁর অভিযোগ শেষ নয়, তিনি আরো বলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে নীতি নিয়োগ ব্যবস্থা ঠিকমতো পালন করা হয় না এবং এ ব্যাপারে আচার্যের কোন ভূমিকা স্বীকার করার মতো নয়। বর্তমান পরিস্থিতি কোনভাবেই অভিপ্রেত নয়। তবে তার প্রত্যাশা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই মমতাময়ী হবেন।