Categories: দেশনিউজ

নতুন পরিচয় হিমা দাসের, হতে চলেছেন অসমের ডিএসপি

Advertisement

Advertisement

গুয়াহাটি: স্বর্ণপদক (Gold Medel)জিতেছিলেন ২০১৮ সালে। ফিনল্যান্ডের (Phinland) টাম্পেরে অনুষ্ঠিত বিশ্ব অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নশিপ ফাইনালে এবং ট্র্যাক ইভেন্টে স্বর্ণপদক অর্জনকারী প্রথম ভারতীয় স্প্রিন্টার হিসেবেও পরিচিত হন তিনি। সেই বছরেই ট্রান্সমিটার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে নতুন ভারতীয় জাতীয় রেকর্ড স্থাপন করেন এবং যেতেন রৌপ্য পদক (Silver Medel)। তার আগে ২০১২ সালে পোল্যান্ডের (Poland) পোজানান গ্র্যান্ড প্রিক্সে ও পরে ২০১৯ সালে জেতেন গোল্ড মেডেল। এশিয়ান গেমসে (Ashiam Games) দুটি এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি অর্থাৎ তিনটে গোল্ড মেডেল ও সঙ্গে অর্জুন পুরস্কারে (Arjuna Award) সম্মানিত হিমা দাস (Hima Das) এবার পেলেন নতুন পরিচয়। তিনি এবার হতে চলেছেন অ্যাথলেটিক হিমা দাস থেকে অসমের (Assam)ডেপুটি সুপার (DSP) হিমা দাস।

Advertisement

বিশ্ব চ্যাম্পিয়ন, গোল্ড মেডেলিস্টের পর, অসম পুলিশের ডেপুটি সুপার হিসেবে নতুন পরিচয় হল অ্যাথলেটিক হিমা দাসের। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁর মন্ত্রিসভার বৈঠকে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন হিমা দাসকে ডিএসপি করার সিদ্ধান্ত নেন। স্বাভাবিকভাবেই এই সম্মানে সম্মানিত হতে পেরে আপ্লুত ও খুশি হিমা দাস। রাজ্যের মুখ্যমন্ত্রীকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন তিনি লেখেন, ‘এটা একটা বড় সম্মান। অসম পুলিশে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আমাকে অসম পুলিশের ডিএসপি করার জন্য আমি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাকে বিরাট অনুপ্রেরণা যোগাবে। আমার রাজ্য এবং দেশের জন্য কাজ করার দিকে আমি তাকিয়ে আছি। জয় হিন্দ।’

Advertisement

এই সিদ্ধান্তে অসম সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও। টুইট করে তিনি বলেন, ‘এটি খুব ভাল সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে অসম মন্ত্রিসভা খুব ভাল সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

Advertisement

Recent Posts