Double Income Scheme: এই স্কিমে বিনিয়োগ করলে আপনি দ্বিগুণ রিটার্ন পাবেন, জানুন সম্পূর্ণ ডিটেইল

আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলেই আপনি এরকম রিটার্ন পেতে পারেন

Advertisement

Advertisement

এই মুহূর্তে সকলের কাছেই উপরি রোজগার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আর এই উপরি রোজগারের সবথেকে ভালো জায়গা হল ক্যাপিটাল মার্কেটে নিবেশ করা। এখানে আপনারা ইকুইটির উপরে হাই রিটার্ন পাওয়ার সুযোগ পেয়ে থাকেন। যদি আপনি কোন শেয়ারে সরাসরি টাকা না লাগাতে চান তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের দিকে টাকা নিবেশ করতে পারেন। মিউচুয়াল ফান্ডে রিস্ক এর পরিমাণ অনেকটা কম এবং তার সাথেই আপনার নিবেশ অনেকটাই ডাইভারসিফাইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার পাশাপাশি ফিক্সড ইনকাম রিটার্ন পাওয়ার বেশ কিছু স্কিম অফার করে থাকে এই মিউচুয়াল ফান্ড। তবে সমস্ত মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু আপনি যে একই রকম ভালো রিটার্ন পাবেন সেরকম আশা রাখবেন না। আগে এই স্কিম অনুযায়ী রিটার্ন পেতে হলে আপনাকে ভালো স্কিম খুঁজে বার করতে হবে এবং তারপরেই সেই বিশেষ ফান্ডে বিনিয়োগ করতে হবে। যে সমস্ত ফান্ডের রেটিং ফাইভস্টার রয়েছে সেখানেই আপনার বিনিয়োগ করা উচিত। এই সমস্ত ফাইভস্টার রেটিং বিশিস্ট ফান্ড সংখ্যায় কিছুটা কম হয় তবে তাদের রেটিং এর জন্য সকলের কাছে বেশ কদর পেয়ে থাকে এই ধরনের হাই রেটেড মিউচুয়াল ফান্ড স্কিম।

Advertisement

বাজারে এমন বেশকিছু ফাইভ স্টার রেটিং এর মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে যেখানে আপনারা খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত রিটার্ন পেয়ে যাবেন। দেখতে গেলে মাত্র পাঁচ বছরের মধ্যেই নিবেশকের টাকা দ্বিগুন অথবা তিন গুণ করে দেওয়ার ক্ষমতা রাখে এই সমস্ত মিউচুয়াল ফান্ড। এই সমস্ত ফান্ডের তালিকায় সব থেকে বেশি জনপ্রিয় যে কোম্পানির ফান্ড রয়েছে সেটি হল BPN ফিনক্যাপ। এই মিউচুয়াল ফান্ডের ডাইরেক্টর এ কে নিগম বলছেন, এই মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও অনেকটা কম হয়ে যায় এবং এই কারণে এই ফান্ডে সকলেই বিনিয়োগ করতে পারেন খুবই সহজে। খুব একটা বেশি টাকা দিয়ে এই ফান্ডে বিনিয়োগ করতে হয় না, তাই টাকা পয়সা হারানোর সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তিনি বলছেন, ফাইভ স্টার রেটিং বিশিষ্ট একটি স্কিমে নিবেশ করতে হলে আপনাকে সিস্টেমেটিক ইনভেসমেন্ট জানতে হবে সবার আগে। এই স্কিমে বিনিয়োগ করার জন্য দুটি পদ্ধতি রয়েছে – সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান বা এসআইপি এবং এককালীন নিবেশ। যদি আপনি SIP পদ্ধতি অনুযায়ী নিবেশ করেন তাহলে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিবেশ করতে পারবেন, আপনাকে একসাথে প্রচুর পরিমাণ টাকা নিবেশ করতে হবে না। অন্যদিকে যদি আপনি এককালীন টাকা নিবেশ করেন তাহলে একসাথে অনেকটা টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত স্ক্রিমে কমসেকম ৫ বছর পর্যন্ত আপনাকে নিবেশের লক্ষ্যমাত্রা নিয়ে চলতেই হবে।

Advertisement

১. এককালীন নিবেশে পাঁচ বছরের রিটার্ন ২৩%। অন্যদিকে এসআইপিতে ৫ বছরের রিটার্ন ৩৪%। যদি আপনি SIP অনুযায়ী বিনিয়োগ করেন তাহলে পাঁচ হাজার টাকা প্রতিমাসে বিনিয়োগ করলে ৫ বছর পরে হয়ে দাঁড়ায় ৬.৫ লক্ষ টাকা। তবে যদি আপনি এককালীন নিবেশ করতে চান তাহলে আপনাকে এই নূন্যতম ৫,০০০ টাকা দিয়ে নিবেশ শুরু করতে হবে। তবে এসআইপি থেকে নিবেশ শুরু করলে ১০০০ টাকার মাধ্যমেও আপনি নিবেশ করতে পারেন।

Advertisement

Recent Posts