আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো স্প্লেন্ডার।
সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor ব্যাপক জনপ্রিয়। এতে পাওয়া যায় শক্তিশালী ইঞ্জিন। তাই পারফরমেন্সের দিক থেকেই আপনাকে চিন্তা করতেই হবে না। এই বাইক মাইলেজও দেয় অনেকটাই বেশি। কোম্পানি দাবি অনুযায়ী এই বাইক ৭০ kmpl মাইলেজ দেয়। আপনি যদি এই বাইক কিনতে চান, এবং আপনার কাছে নতুন কেনার বাজেট না থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। Hero Splendor এর বেশ কয়েকটি সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইটে উপলব্ধ। এই প্রতিবেদনে এমন কয়েকটি বেস্ট ডিল সমন্ধে আপনাদের জানাবো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowOlx এ একটি Hero Splendor বিক্রির জন্য উপলব্ধ। এই বাইক মাত্র ২০ হাজার কিমি চলেছে। এর মূল্য ৫৫-৬০ হাজার টাকা। সেইসাথে এই বাইকের ইন্স্যুরেন্সও পেয়ে যাবেন। এছাড়া আরেকটি বাইক নথিভুক্ত আছে Droom ওয়েবসাইটে। এটি ২০১৫ মডেল। এটি ৫০ হাজার কিমি চলেছে এবং এর দাম মাত্র ৩০ হাজার টাকা।
আপনার বাজেট যদি এর থেকেও কম হয়, তাহলেও আপনার জন্য রয়েছে কিছু ডিল। ২০০৯ সালের একটি Splendor বাইক Droom এ রয়েছে। এই বাইকটি ১ লাখ কিমি চলেছে। এই বাইকটি আপনি মাত্র ১৬ হাজার টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন। আপনার যদি নতুন বাইক কেনার বাজেট না থাকে, তাহলে এই সমস্ত সেকেন্ড হ্যান্ড বাইকের ডিল আপনার কাজে লাগতে পারে।