Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সব বাইককে পিছনে ফেলে ভারতের এক নম্বর হল Hero Splendor

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের…

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো স্প্লেন্ডার।

সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের বাইকগুলি ব্যাপক পছন্দ হয় ভারতীয়দের। আপনি শুনে অবাক হবেন যে প্রতি মাসে এই কোম্পানি তাদের হিরো স্প্লেন্ডার ২-৪ লাখ ইউনিট বিক্রি করে। সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী গত মাস অর্থাৎ জুন ২০২২ এ এই বাইকটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বিভিন্ন জনপ্রিয় বাজেট মূল্যের বাইক যেমন হিরো সিবি সাইন, হিরো গ্ল্যামার, বাজাজ পালসার ইত্যাদি সকলকে ছাপিয়ে সেরার শিরোপা পেয়েছে হিরো স্প্লেন্ডার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত মাসে ভারতের সবচেয়ে বিক্রি হওয়া বাইকের মধ্যে প্রথম স্থানে রয়েছে হিরো স্পেন্ডার। আপনি শুনলে অবাক হবেন যে মোট ২ লক্ষ ৭০ হাজার ৯২৩ টি ইউনিট বিক্রি হয়েছে শুধুমাত্র জুন মাসে। এই বাইকের বিক্রি বেড়েছে ২.৬২ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে হোন্ডা কোম্পানির সিবি সাইন। জুন মাসে এই বাইকের ১ লাখ ২৫ হাজার ৯৪৭ টি ইউনিট বিক্রি হয়েছে।

এছাড়া এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে হিরো এইচএফ ডিলাক্স এবং চতুর্থ স্থানে রয়েছে জনপ্রিয় বাজেট মূল্যের বাইক বাজাজ পালসার। এই দুটি বাইক গত মাসে যথাক্রমে বিক্রি হয়েছে ১ লাখ ১৩ হাজার ১৫৫ ইউনিট এবং ৮৩ হাজার ৭২৩ ইউনিট। তালিকার পঞ্চম স্থানে আবার রয়েছে একটি হিরোর বাইক। হিরো গ্ল্যামার গত জুন মাসে ৩০ হাজার ১০৫ ইউনিট বিক্রি হয়েছে।

About Author