Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের বাজারে আসছে নতুন যুগের অ্যাডভেঞ্চার বাইক Hero Mavrick 440, থাকবে আকর্ষণীয় সব ফিচার

ইতালির মিলানে চলমান EICMA 2024 মোটরসাইকেল শো-তে একের পর এক চমক দেখাচ্ছে বিভিন্ন বাইক নির্মাতা সংস্থা। তবে, এবারের শো-তে বিশেষ নজর কেড়েছে ভারতের অন্যতম বৃহৎ মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো মোটোকর্প।…

Avatar

ইতালির মিলানে চলমান EICMA 2024 মোটরসাইকেল শো-তে একের পর এক চমক দেখাচ্ছে বিভিন্ন বাইক নির্মাতা সংস্থা। তবে, এবারের শো-তে বিশেষ নজর কেড়েছে ভারতের অন্যতম বৃহৎ মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। নতুন বাইক মডেল নিয়ে হাজির হয়েছে তারা, যার নাম Hero Mavrick 440। এই নতুন মডেলটি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে, এবং সেই সময়ই এর দাম ঘোষণা করা হবে।

Hero Mavrick 440 আপডেটেড ভার্সন

আপনাদের জানিয়ে রাখি, এবারের Hero Mavrick 440 বাইকটি তার আগের ভার্সনের তুলনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে। বিশেষত বাইকটির ডিজাইনে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা গেছে। এছাড়া নতুন কালার অপশন এবং বাইকের রোড প্রেজেন্স বাড়াতে এতে যুক্ত করা হয়েছে সোনালী রঙের আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। পাশাপাশি, এতে টিএফটি স্ক্রিন দেওয়া হয়েছে, যা আগে Harley-Davidson X440 এর উপরও দেখা গিয়েছিল। এটি এলসিডি কনসোলের পরিবর্তে আসছে, যা আরও আধুনিক এবং উন্নত প্রযুক্তির প্রতিফলন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন Hero Mavrick 440 এর বৈশিষ্ট্য

এই Hero Mavrick 440 বাইক একটি ৪৪০ সিসি, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি এবং ৩৬ এনএম টর্ক উৎপন্ন হয়, যা মোটরসাইকেলটির পারফরম্যান্সে একটি শক্তিশালী দিক যোগ করে। ইঞ্জিনের সঙ্গে ৬-স্পিড গিয়ারবক্স রয়েছে, এবং এতে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচও যুক্ত করা হয়েছে। এছাড়া, বাইকটির ওজন কিছুটা কমানো হয়েছে। আগের মডেলের ১৯১ কেজি।ওজনের তুলনায় বর্তমানে এটি ১৮৯ কেজি হয়ে গেছে। এই নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার বাইকটির ট্রেলিস ফ্রেম এবং শক্তিশালী ইঞ্জিনের সংমিশ্রণ বাইকটিকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করে তুলেছে। বিশেষত, ভারতের রাস্তায় চলার জন্য এই বাইকটি ডিজাইন করা হয়েছে।

About Author