Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ২,০০০ টাকার EMI দিয়ে কিনতে পারবেন Hero HF Deluxe, অফার মিস করলে পস্তাবেন

Updated :  Thursday, November 30, 2023 3:34 PM

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির Hero HF Deluxe বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।

শোরুমে হিরো এইচএফ ডিলাক্সের দাম ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এই বাইক মাইলেজ দেয় প্রায় ৭০ কিমি প্রতি লিটার। বাজেট মূল্যের বাইক কিনতে চাইলে এটাই আপনার কাছে বেস্ট অপশন। আপনি এই বাইক যদি ৬৫ হাজার টাকা দিয়ে কিনতে না পারেন, তাহলে এক বিকল্প অপশন রয়েছে। এই বাইকের জন্য দুর্দান্ত ইএমআই অফার চালাচ্ছে কোম্পানি। আপনি মাত্র ২০০০ টাকা খরচ করে এই বাইক বাড়িতে আনতে পারবেন।

আপনি যদি হিরো এইচএফ ডিলাক্সে ৩৬ মাসের জন্য ৬২ হাজার টাকা লোন নেন, তাহলে ৯.৭ হারে ইএমআই প্রতি মাসে ২০০৫ টাকা থেকে শুরু হবে। যদি আপনি একটি ভাল পরিমাণে ডাউন পেমেন্ট পরিশোধ করেন, তাহলে কিস্তি পরিমাণ আরও কম হবে। আপনার যদি একটি বাজেট মূল্যের বাইক কেনার দরকার থাকে, তাহলে এর থেকে ভালো সুযোগ আর কোনোদিন পাবেন না।