Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৫৫,০০০ টাকা নয়! মাত্র ১৫,০০০ টাকায় বাড়ি নিয়ে যান Hero HF 100, রইলো বেস্ট ডিল

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের…

Avatar

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো। আর এই কোম্পানির একটি বাইক যা ব্যাপক মাইলেজ দেয় তা হল Hero HF 100। আপনি যদি এই বাইক কিনতে আগ্রহী হন, তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

Hero HF 100 এর এক্স শোরুম মূল্য একদম বাজেটের মধ্যে। এর দাম মাত্র ৫৫,৪৫০ টাকা। পাশাপাশি এই বাইক ব্যাপক মাইলেজ দেয়। এককথায় ডেইলি কমিউটিটারদের জন্য ব্যাপক সুবিধার এই বাইক। তবে আপনার কাছে এই মুহূর্তে যদি নতুন বাইক কেনার টাকা না থাকে, তাহলেও এই প্রতিবেদন পড়ুন। আপনার জন্য খুঁজে আনা হয়েছে অনলাইনের বেস্ট ডিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

DROOM ওয়েবসাইট হিরো এইচএফ ১০০ তালিকাভুক্ত আছে যা ২০১৬ মডেলের। এই বাইকের অবস্থা খুব ভালো রয়েছে এবং কম চলেছে। এই বাইকটি মাত্র ১৫,০০০ টাকায় কিনে নিতে পারেন আপনি। উপরন্তু এই বাইকের উপর আপনি পেয়ে যাবেন ফাইন্যান্স প্ল্যান। একদম দেরি না করে এই বাইকের খোঁজ নিতে পারেন আপনি।

এছাড়া Olx এ আরেকটি Hero HF 100 আছে, যা ২০১৭ মডেলের। এই বাইকটিও খুব একটা বেশি চলেনি। এই বাইকটির দাম ১৮,৫০০ টাকা। আর Bikes4Sale ওয়েবসাইটে আরেকটি বাইক আছে যা ২০১৮ মডেলের। এই বাইকের দাম ২২,০০০ টাকা। তবে এতে কোনো ফাইন্যান্স প্ল্যান পাওয়া যাবে না।

About Author