Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dance Dance Junior 2: ডান্স ডান্স জুনিয়র সিজন ২ এর মঞ্চে বলিউডের ‘ডান্সিং ক্যুইন’ হেলেন

সব কিছুর যেমন শুরু আছে ঠিক তেমন শেষ ও আছে। তেমনই স্টার জলসার রিয়েলিটি-শো ডান্স ডান্স জুনিয়র সিজন ২ এর যাত্রাপথ শেষের পথে। ক্রমশ গ্র‍্যান্ড ফিনালের দিকে এই শো এগিয়ে…

সব কিছুর যেমন শুরু আছে ঠিক তেমন শেষ ও আছে। তেমনই স্টার জলসার রিয়েলিটি-শো ডান্স ডান্স জুনিয়র সিজন ২ এর যাত্রাপথ শেষের পথে। ক্রমশ গ্র‍্যান্ড ফিনালের দিকে এই শো এগিয়ে আসছে। আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালেতে একের পর এক চমক রাখছেন এই শোয়ের নির্মাতারা। এই শোয়ে দায়িত্ববান বিচারক হিসেবে দেব আর মানালীকে তো মানুষ দেখেছে। কিছুদিন আগে জানা গিয়েছিল এই শোতে গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী সানি লিওনি আর কোরিওগ্রাফার রেমো ডিসুজা।

সানি আর রেমো ডিসুজার পর আবারও চমক এই রিয়েলিটি শো ঘিরে। ডান্স ডান্স জুনিয়র সিজন২ এর গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন ৮০র দশকের বর্ষীয়ান অভিনেত্রী হেলেন। এই সুপারস্টার যার কোমরের জাদুতে ঢেউ তুলেছিলেন বহু পুরুষের হৃদয়ে। নাচের ছন্দে আসর মাতাতে তাঁর জুড়ি মেলা ভার গোটা ভারতবর্ষে। তিনি বলিউডের ‘ডান্সিং ক্যুইন’ হিসেবে খ্যাত। ‘ডান্সিং ক্যুইন’ ছাড়াও ‘ক্যাবারে ক্যুইন’ হিসেবেও পরিচিত হেলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গ্র্যান্ড ফিনালে কবে হবে সেই বিষয়ে বেশি কিছু না জানালেও বলিউডের বিখ্যাত তারকাদের উপস্থিতির কথা জানাচ্ছেন নির্মাতারা। হেলেনের উপস্থিতি নিঃসন্দেহে এই শোয়ের মান আরও বাড়িয়ে দেবে তা বলাই যায়। এই দিন হেলেন যখন উপস্থিত তখন ‘পিয়া তু অব তো আজা’, ‘মেহবুবা মেহবুবা’, ‘এ মেরা দিল প্যায়ার কা দিওয়ানা’, ‘উয়ো হাসিনা জুলফো ওয়ালি’, এর মত কালজয়ী গানের সঙ্গে তা সঙ্গে ভারতীয় সিনেমার গানের তালে নেচে উঠলো মঞ্চের সক্কলে।

সারাজীবনে অজস্র গানের সঙ্গে কোমর দুলিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। এবার ছোটপর্দায় হেলেনের মত একজন শিল্পীকে খুব কাছ থেকে পেয়ে বিভিন্ন টিপস জানার সুযোগ পাবেন ডান্স ডান্স জুনিয়র সিজন২ এর গ্র্যান্ড ফিনালের প্রতিযোগীরা। যা ভবিষ্যতে তাদের পাথেয় হয়ে থাকবে। হেলেনকে পেয়ে অভিনেত্রীর সাথে নাচার সুযোগ হারালেননা ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী।

এই বিশেষ দিনে এই অভিনেত্রীর পরণে ছিল সবুজ শাড়ি, ডিজাইনার লাল ব্লাউজ আর গলায়, কানে, হাতে মানানসই গয়নায়। বয়স হলেও এখনো আগের মতো মোহময়ী আর লাস্যময়ী হেলেন। আর এই সুপারড্যান্সারের পাশে দুধ সাদা জ্যাকেট কুর্তা, আর কালো প্যান্ট পড়ে তাল মেলালেন।

হেলেন, সানি আর রেমো ডিসুজার উপস্থিতি যে এই মঞ্চে নাচের আগুন ধরাবে তা বলাবাহুল্য। এর আগে এই মঞ্চে পা রেখেছেন রবিনা ট্যান্ডন, ঊর্মিলা মাতন্ডকর, অনিল কপূর এসে মঞ্চ কাঁপিয়েছেন। আর কি নতুন কোনো চমক থাকবে এই শোতে এখন তাই দেখার।

About Author