Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘সেবাই আসল ধর্ম’, গরীব মানুষদের হাতে রেশন তুলে দিচ্ছেন ‘রূপান্তরকামী’ মানুষ

শ্রেয়া চ্যাটার্জি - লকডাউনের জন্য গ্রামের গরীব গ্রামবাসীদের অবস্থা খুব শোচনীয়। বিশেষত যারা দিন আনে দিন খায়, সেই সমস্ত মানুষের দু'বেলা দু'মুঠো খাবার জোটানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারি-বেসরকারি…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – লকডাউনের জন্য গ্রামের গরীব গ্রামবাসীদের অবস্থা খুব শোচনীয়। বিশেষত যারা দিন আনে দিন খায়, সেই সমস্ত মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোটানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারি-বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে এরা এখন খাবার পাচ্ছেন। অসময় প্রমাণ করছে মানবিকতার কোন জাতপাত হয়না। একটি ভিডিওতে দেখা গেল কয়েকজন রূপান্তরকামী মানুষ গরীব মানুষদের হাতে চাল-ডাল এবং টাকা তুলে দিচ্ছেন।

এসব মানুষকে রাস্তায় দেখলে অনেকেই হাসাহাসি করেন, কিংবা এদের হাতে দশটা টাকার নোট তুলে দিতে দ্বিধাবোধ করেন। আজ তাদের দেখা উচিত, এরাও মানুষ এবং এদের যে সত্যিই মান আর হুশ আছে, সেটা তারা কাজের মধ্যে দিয়ে প্রমাণ করছেন। শুধু তাই নয়, খাবার, টাকা দেওয়ার পাশাপাশি তারা প্রত্যেককে বলছেন, বাড়ির ভেতরে থাকতে। যে জায়গাটিতে এই ভিডিওটি তোলা হয়েছে, সেটি গুজরাটের কোন একটি গ্রামের। কারণ যিনি ভিডিওটি করেছেন তিনি গুজরাটি ভাষাতেই কথা বলছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা ভাইরাস এর থেকে বাঁচতে গোটা পৃথিবী এখন একসাথে লড়াই করছে। এই প্রথম বোধহয় কোন একটি বিশেষ কারণে গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়েছে এবং প্রত্যেকের একটাই লক্ষ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়লাভ করতে হবে।

About Author